‘আমরা সবাই বহিরাগত’ থেকে ‘লক্ষ্মী ছেলে’ হলেন ডাক্তারি পড়ুয়ারা!

কলকাতা: শুরুটা হয়েছিল ‘আমরা সবাই বহিরাগত, মারবি যত বাড়ব তত৷’ এবার শেষ হল, ‘আমরা সবাই লক্ষ্মী ছেলে৷’ সৌজন্যে মেডিক্যাল পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক৷ টানা ৭ দিন বাংলার স্বাস্থ্য পরিষেবা লাটে তোলার পর অবশেষে দীর্ষ বৈঠকে বসেন জুনিয়ার ডাক্তাররা৷ আজ, নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী পড়ুয়াদের ‘লক্ষ্মী ছেলে’ বলে আখ্যা দেন৷ ‘লক্ষ্মী ছেলে তোমার, কাজে যোগ দাও’

‘আমরা সবাই বহিরাগত’ থেকে ‘লক্ষ্মী ছেলে’ হলেন ডাক্তারি পড়ুয়ারা!

কলকাতা: শুরুটা হয়েছিল ‘আমরা সবাই বহিরাগত, মারবি যত বাড়ব তত৷’ এবার শেষ হল, ‘আমরা সবাই লক্ষ্মী ছেলে৷’ সৌজন্যে মেডিক্যাল পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক৷

টানা ৭ দিন বাংলার স্বাস্থ্য পরিষেবা লাটে তোলার পর অবশেষে দীর্ষ বৈঠকে বসেন জুনিয়ার ডাক্তাররা৷ আজ, নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী পড়ুয়াদের ‘লক্ষ্মী ছেলে’ বলে আখ্যা দেন৷ ‘লক্ষ্মী ছেলে তোমার, কাজে যোগ দাও’ বলেও মন্তব্য করেন মমতা৷ এর আগে এসএসকেএমে গিয়ে মুখ্যমন্ত্রী এনআরএস কাণ্ডের পিছনে বহিরাগত তত্ত্ব তুলে ধরেন৷ এতেই ক্ষোভের আগুনে ঢি পড়ে৷ ওঠে স্লোগান, ‘আমরা সবাই বহিরাগত, মারবি যত বাড়ব তত৷’ মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করে জট কাটার পর পড়ুয়ারা স্লোগান তুলতে থাকেন, ‘আমরা সবাই লক্ষ্মী ছেলে৷’

বছর-চার আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোক কলরব আন্দোলনে পড়ুয়াদের স্লোগান তোলেন৷ রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের সূত্র ধরে ফিরে আসে সেই বহিরাগত স্লোগান৷

গত সপ্তাহের শেষে এনআরএস থেকে আরজি কর, ক্যাম্পাসে ক্যাম্পাসে বহিরাগত ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে৷ বৃহস্পতিবার এসএসকেএমে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তারদের আন্দোলনে বহিরাগতরা রয়েছে বলে তোপ দেগেন৷ এরপর থেকেই প্রতিবাদে ফেটে পড়েন আন্দোলনকারীরা৷ তৃণমূলের চিকিৎসক সাংসদ শান্তনু সেন এনআরএসের বৈঠক থেকে বেরিয়ে বহিরাগত তত্ত্ব সামনে আনেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + twenty =