বাবুল-দেবশ্রীর শপথে সংসদ ভবনে উঠল ‘জয় শ্রীরাম’

কলকাতা : শুরু হয়েছে সপ্তদশ লোকসভার অধিবেশন৷ প্রথম দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ শপথ নিলেন নির্বাচিত সাংসদরা৷ সংসদে শপথগ্রহণ অনুষ্ঠানেও শোনা যায় ‘জয় শ্রীরাম’ স্লোগান৷ এদিন সংসদ সদস্য হিসাবে আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় ও রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী শপথ নেন৷ বাংলায় শপথবাক্য পাঠ করেন দেবশ্রী৷ সাংসদ হিসেবে শপথ নেওয়ার সময়ই বিজেপি সাংসদরা ‘জয় শ্রীরাম’ বলে

9ba888b4d91b0c0d92f5b7c11cee4869

বাবুল-দেবশ্রীর শপথে সংসদ ভবনে উঠল ‘জয় শ্রীরাম’

কলকাতা : শুরু হয়েছে সপ্তদশ লোকসভার অধিবেশন৷ প্রথম দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ শপথ নিলেন নির্বাচিত সাংসদরা৷ সংসদে শপথগ্রহণ অনুষ্ঠানেও শোনা যায় ‘জয় শ্রীরাম’ স্লোগান৷ এদিন সংসদ সদস্য হিসাবে আসানসোলের সাংসদ বাবুল সুপ্রিয় ও রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী শপথ নেন৷ বাংলায় শপথবাক্য পাঠ করেন দেবশ্রী৷ সাংসদ হিসেবে শপথ নেওয়ার সময়ই বিজেপি সাংসদরা ‘জয় শ্রীরাম’ বলে চিৎকার শুরু করেন সংসদ ভবন৷

সাম্প্রতিক সময়ে জয় শ্রীরাম স্লোগান বাংলার রাজনীতিতে বেশ খানিকটা প্রভাব ফেলেছে৷ এই স্লোগানকে ঘিরে রাজ্যজুড়ে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের মধ্যে তরজা চলছে জোরদার৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে বেশ কয়েকবার কনভয় লক্ষ্য করে দেওয়া হয়েছে জয় শ্রীরাম স্লোগান৷ তেড়ে যান মমতাষ ভাইরাল হয় ভিডিও৷ গ্রেপ্তারির পর্যন্ত ঘটে৷ এবার কেন্দ্রীয় বন ও পরিবেশ প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় ও নারী ও শিশুকল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী যখনই শপথ মঞ্চে আসেন তখনই বিজেপি সাংসদরা ‘জয় শ্রীরাম’ বলে স্লোগান দিতে থাকেন সংসদের মধ্যেই৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *