ফিরিয়ে দাও কাটমানি! তৃণমূল নেতার বাড়ি ঘোরাও জনতার

কলকাতা: মঙ্গলবার নজরুল মঞ্চে দাঁড়িয়ে কাউন্সিলারদের হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ‘‘মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হবে৷ গালাগালি দিলে শুনতে হবে৷ কোনও প্রকল্প থেকে কাটমানি খাওয়া চলবে না৷ কেন সরকারি প্রকল্প থেকে ২০ শতাংশ কেটে নেওয়া হবে৷ বাংলার আবাস প্রকল্প থেকে ২৫ হাজার কাটমানি নিতে হবে৷ সমব্যথী প্রকল্পের ২ হাজার থেকেও ২০০টাকা নিতে হবে? এই

ফিরিয়ে দাও কাটমানি! তৃণমূল নেতার বাড়ি ঘোরাও জনতার

কলকাতা: মঙ্গলবার নজরুল মঞ্চে দাঁড়িয়ে কাউন্সিলারদের হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ‘‘মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হবে৷ গালাগালি দিলে শুনতে হবে৷ কোনও প্রকল্প থেকে কাটমানি খাওয়া চলবে না৷ কেন সরকারি প্রকল্প থেকে ২০ শতাংশ কেটে নেওয়া হবে৷ বাংলার আবাস প্রকল্প থেকে ২৫ হাজার কাটমানি নিতে হবে৷ সমব্যথী প্রকল্পের ২ হাজার থেকেও ২০০টাকা নিতে হবে? এই সব করবেন না৷ যারা নিয়েছেন, ফিরিয়ে দেবে৷’’ মুখ্যমন্ত্রীর এই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই কাটমানির টাকা ফিরিয়ে নিতে তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও জনতার!

স্থানীয় সূত্রে খবর, আজ সকালে অনুব্রত মণ্ডলের দুর্গ ইলামবাজারে স্থানীয় তৃণমূল নেতার বাড়িতে অভিযোগ করেন ভুক্তভোগী বাসিন্দাদের একাংশ৷ তৃণমূল নেতাদের বাড়িতে গিয়ে টাকা ফেরতের দাবিতে কার্যত ধর্নায় বসেন স্থানীয়দের একাংশ৷ মূলত, বাংলার বাড়ি প্রকল্পের জন্য নেতাকে দেওয়া টাকা ফিরিয়ে দেওয়ার দাবিও জানানো হয়৷ পরে, নেতার দেখা না পেয়ে ফির যান ক্ষুব্ধ বাসিন্দাদের একাংশ৷

যদিও, গোটা ঘটনার কথা অস্বীকার স্থানীয় তৃণমূল নেতৃত্বের৷ ইচ্ছে করেই বিজেপি এই ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে বলেও তৃণমূলের তরফে পাল্টা অভিযোগ তোলা হয়৷ সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নামে তৃণমূল কাটমানি নেয় বলেও জানানো হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + six =