উইন্টার অলিম্পিক্সের বর্ণাঢ্য উদ্বোধন, বিশ্ব দরবারে ভারতের পতাকা তুলে ধরলেন আরিফ

উইন্টার অলিম্পিক্সের বর্ণাঢ্য উদ্বোধন, বিশ্ব দরবারে ভারতের পতাকা তুলে ধরলেন আরিফ

3b8fa468e111f911024c9417c287ba25

বেজিং: চোখ ধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হল শীতকালীন অলিম্পিক্স৷ বিশ্ব দরবারে ভারতের পতাকা তুলে ধরলেন আলপাইন স্কিয়ার আরিফ খান৷ বেজিং উইন্টার অলিম্পিক্সে ভারতের একমাত্র প্রতিযোগী আরিফ৷ তিনি দুটি ইভেন্টের যোগ্যতা অর্জন করেছেন৷ স্ল্যালম এবং জায়ান্ট স্ল্যালম ইভেন্টে চলবে তাঁর লড়াই৷ আগামী ১৩ ও ১৬ ফেব্রুয়ারি এই দুটি ইভেন্ট অনুষ্ঠিত হবে৷ 

আরও পড়ুন- বাবা হলেন যুবরাজ সিং, খুশির খবর দিতেই শুভেচ্ছায় ভাসলেন তারকা দম্পতি

অলিম্পিক্স

আরিফ বেজিং উইন্টার অলিম্পিক্সের ভারতের একমাত্র প্রতিযোগী হওয়ায় স্বাভাবিক ভাবেই উদ্বোধনী মার্চপাস্টে দেশের পতাকা ছিল তাঁর হাতে৷ একজন কোচ, টেকনিশিয়ান ও টিম ম্যানেজার সহ মোট ৬ জনের টিম শীতকালীন অলিম্পিক্সে পাঠিয়েছে ভারত৷ তবে এবার এই প্রতিযোগিতায় অংশ নেয়নি আমেরিকা, ব্রিটেন সহ বেশ কয়েকটি দেশ৷ চিনে মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে ডিপ্লোম্যাটিক বয়কট করেছেন তাঁরা৷

আরিফ

এদিকে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনার সঙ্গে পিপলস লিবারেশন আর্মির রক্তক্ষয়ী সংঘর্ষে চিনের যে রেজিমেন্টাল কমান্ডার আহত হয়েছিলেন, অলিম্পিক্সে তাঁকেই মশাল বাহকের দায়িত্ব সঁপেছে বেজিং৷ সেই কারণে ভারতও শীতকালীন অলিম্পিক্স কূটনৈতিক-ভাবে বয়কট করেছে। সে কারণেই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না ভারতের কোনও রাষ্ট্রদূত৷ তবে এদিন শীতকালীন অলিম্পিক্সের আসরে আরিফের হাতে দেশের পতাকা দেখে আবেগঘন পোস্ট করেন অলিম্পিক্সে সোনাজয়ী শ্যুটার অভিনব বিন্দ্রা৷ আরিফকে সমর্থনের জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছেন অপর সোনাজয়ী নীরজ চোপড়াও৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *