কেন হচ্ছে না পুরসভা নির্বাচন? গণতন্ত্র বাঁচাতে আদালতে যাচ্ছে বিজেপি

কলকাতা: তৃণমূল কাউন্সিলরদের বৈঠকে নজরুল মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, মানুষকে কষ্ট দিয়ে খাচা খাচা ভোট করানো হবে না৷ সব পুরসভার এক সঙ্গে ভোট করানো হবে৷ পুরসভার ভোট ব্যালটে করার পক্ষ্যেও সওয়াল করেন তণমূল সুপ্রিমো৷ পুরসভা ভোট নিয়ে মুখ্যমন্ত্রীর তাঁর অবস্থান স্পষ্ট করতেই এবরা আলাতের দ্বারস্থ হতে চলেছে বিজেপি৷ বুধবার গণতন্ত্রকে হত্যার দায়ে আদালতে

কেন হচ্ছে না পুরসভা নির্বাচন? গণতন্ত্র বাঁচাতে আদালতে যাচ্ছে বিজেপি

কলকাতা: তৃণমূল কাউন্সিলরদের বৈঠকে নজরুল মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, মানুষকে কষ্ট দিয়ে খাচা খাচা ভোট করানো হবে না৷ সব পুরসভার এক সঙ্গে ভোট করানো হবে৷ পুরসভার ভোট ব্যালটে করার পক্ষ্যেও সওয়াল করেন তণমূল সুপ্রিমো৷ পুরসভা ভোট নিয়ে মুখ্যমন্ত্রীর তাঁর অবস্থান স্পষ্ট করতেই এবরা আলাতের দ্বারস্থ হতে চলেছে বিজেপি৷ বুধবার গণতন্ত্রকে হত্যার দায়ে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন কৈলাস বিজয়বর্গীয়৷

কিন্তু, হঠাৎ কেন এই সিদ্ধান্ত? বিজেপি সূত্রে খবর, একাধিক পুরসভা রয়েছে, যেখানে মেয়াদ শেষ হয়ে গেলেও ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি৷ তার পর একের পর পুরসভা হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে তৃণমূলের৷ পুরসভার কাজ চালিয়ে যাওয়ার লক্ষ্যেই ইতিমধ্যেই একাধিক পুরসভায় প্রশাসক বসিয়েছে রাজ্য৷ যদিও, আইন করেব পুরসভায় অনির্দিষ্টকালের জন্য প্রশাসক বসানোর ব্যবস্থা কার্যকর করে ফেলেছে রাজ্য সরকার৷ এবার দার্জিলিং পুরসভায় রাজ্যের তরফে প্রশাসক বসানোর সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যাওয়ার প্রস্তুতি রাজ্য বিজেপির৷ অবিলম্বে নির্বাচন হোক, বিজেপির দাবিকেও সমর্থন জানিয়েছেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =