‘সমস্ত প্রশ্নের জবাব দিতে প্রস্তুত, সংসদের মর্যাদা রক্ষা করুন’, বার্তা মোদীর

‘সমস্ত প্রশ্নের জবাব দিতে প্রস্তুত, সংসদের মর্যাদা রক্ষা করুন’, বার্তা মোদীর

067183c4d16b3893f38f0e6053a1eea9

 নয়াদিল্লি:  আজ সোমবার থেকে শুরু সংসদের শীতকালীন অধিবেশন৷ অধিবেশন শুরুর আগে বিরোধীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘‘সরকার সমস্ত প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত৷ আমরা চাই আলোচনা হোক৷ সংসদে যেন শান্তি বজায় থাকে৷ সংসদের মর্যাদা রক্ষা করবেন।” 

আরও পড়ুন- ‘স্বাধীনতার ৭৫ বছর পরেও ঘোঁচেনি ধর্মান্ধতা, জাতিভেদ’, সুপ্রিম পর্যবেক্ষণ

এদিকে সংসদ অধিবেশনের প্রথম দিনেই লোকসভায় কৃষি আইন প্রত্যাহার বিল পেশ করবেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। সেই কারণেই হুইপ জারি করে লোকসভা ও রাজ্যসভার সমস্ত সাংসদদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে বিজেপি৷ কংগ্রেসও হুইপ জারি করেছে। এদিন অধিবেশন শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘‘সরকার সকল প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। আমরা চাই সংসদে শান্তিপূর্ণ ভাবে আলোচনা হোক৷ সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কোনও প্রশ্ন থাকতেই পারে। সংসদের স্পিকারের সম্মান রক্ষা করার বিষয়টিও মাথায় রাখতে হবে। আমাদের এমন আচরণ করা উচিত, যা দেখে পরবর্তী প্রজন্ম অনুপ্রাণিত হবে। সংসদের গৌরব নষ্ট করবেন না৷” 

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘‘আমরা স্বাধীনতার অমৃত মহোৎসব পালন করছি৷ এই অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশবাসী এই অধিবেশন ফলপ্রসূ দেখতে চান। দেশের উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে মানুষ তাঁদের কর্তব্য পালন করছেন। এবার আমাদের দায়িত্ব শান্তিপূর্ণভাবে, গঠনমূলক আলোচনার মাধ্যমে দেশের উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যাওয়া। সংসদে অংশগ্রহণ করাটা বা কতক্ষণ উপস্থিত থাকবেন, সেটা কাজের মাপকাঠি নয়। বরং কোনও বিষয়ের পর আলোচনাই কাজের মাপকাঠি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *