‘তৃণমূলের কয়লার খনি থেকে হিরে তুলে আনছে বিজেপি’

কলকাতা: নজরুল মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছিলেন, চুরি করে ধরা পড়ে গেলেই অন্যদলে গিয়ে নাম লেখাচ্ছে অনেকে৷ ওরা ভাবছে বিজেপিতে গিয়ে পার পেয়ে যাবে? না তা হবে না৷ দল ছেড়ে দিলেও তদন্ত হবে৷ ১০-১৫ জন টাকা নিয়ে বিজেপিতে গেলে আমার কিছু বয়েই গিয়েছে৷’’ তৃণমূলের ‘গর্দার’, ‘পচা’দের দিয়ে দল ভরাচ্ছে বিজেপি৷ তৃণমূলের

‘তৃণমূলের কয়লার খনি থেকে হিরে তুলে আনছে বিজেপি’

কলকাতা: নজরুল মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছিলেন, চুরি করে ধরা পড়ে গেলেই অন্যদলে গিয়ে নাম লেখাচ্ছে অনেকে৷ ওরা ভাবছে বিজেপিতে গিয়ে পার পেয়ে যাবে? না তা হবে না৷ দল ছেড়ে দিলেও তদন্ত হবে৷ ১০-১৫ জন টাকা নিয়ে বিজেপিতে গেলে আমার কিছু বয়েই গিয়েছে৷’’ তৃণমূলের ‘গর্দার’, ‘পচা’দের দিয়ে দল ভরাচ্ছে বিজেপি৷ তৃণমূলের এই অভিযোগের উড়িয়ে পাল্টা মন্তব্য কৈলাস বিজয়বর্গীয়র৷

বুধবার সংবাদমাধ্যমে কৈলাস বিজয়বর্গীয় জানান, তৃণমূল কয়লার খনি৷ সেখান থেকে হিরে তুলে আনছে বিজেপি৷ আবর্জনায় পরিণত হয়েছে রাজ্যের শাসক দল৷ বলেন, ‘‘টিএমসির কালো কুঠিরে সবই কালো, কালো কুঠিরে কালো কয়লার খনি রয়েছে৷ কয়লার খনি থেকে আমরা শুধু হিরে তুলে আনছি৷ কারণ, কয়লার খনিতে হিরে পাওয়া যায়৷ আমরা কয়লা খনি থেকে হিরে তুলে বিজেপিতে নিয়ে যাচ্ছি৷ আর বাকি তৃণমূলটাই আবর্জনা৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 2 =