শীতকালীন অধিবেশনে সাসপেন্ড ১২ সাংসদ! রয়েছেন তৃণমূলের দোলা সেনও

শীতকালীন অধিবেশনে সাসপেন্ড ১২ সাংসদ! রয়েছেন তৃণমূলের দোলা সেনও

নয়াদিল্লি: দুর্ব্যবহারের জন্য শীতকালীন অধিবেশনে সাসপেন্ড ১২ জন সাংসদ। সাসপেন্ড হওয়া সাংসদদের মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের দোলা সেন, শান্তা ছেত্রী। এছাড়াও রয়েছেন কংগ্রেসে ৬, শিবসেনার ২, একজন সিপিআই ও একজন সিপিএম সাংসদ। তারা হলেন, এলামারাম করিম (সিপিএম), ফুলো দেবী নেতাম (কংগ্রেস), বিনয় বিশ্বম (সিপিআই), রাজামনি প্যাটেল (কংগ্রেস), ছায়া ভার্মা (কংগ্রেস), রিপুন বরা (কংগ্রেস), সৈয়দ নাসির হুসেন (কংগ্রেস), অনিল দেশাই (শিবসেনা), অখিলেশ প্রসাদ সিং (কংগ্রেস), প্রিয়াঙ্কা চতুর্বেদী (শিবসেনা)। রাজ্যসভার ইতিহাসে প্রায় নজিরবিহীন সিদ্ধান্ত এটি।

আসলে গত বাদল অধিবেশনে রাজ্যসভায় দুর্ব্যবহার করার অভিযোগ উঠেছিল বেশ কয়েক জন সাংসদের বিরুদ্ধে। সেই প্রেক্ষিতেই শীতকালীন অধিবেশনে এই শাস্তি পেলেন উপরিউক্ত সাংসদরা। তখন রাজ্যসভায় বিক্ষোভ দেখাচ্ছিলেন বিরোধী সাংসদরা এবং ওয়েলে নেমে এসেও উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি করেন প্রত্যেকে। পরবর্তী ক্ষেত্রে নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয় এবং তাদের মারধর করা হয় বলেও অভিযোগ ওঠে। এই ঘটনার পরেই রাজ্যসভার চেয়ারম্যানের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। এখন সেই ঘটনার প্রেক্ষিতে এই শাস্তি দেওয়া হল।

উল্লেখ্য, আজই লোকসভা এবং রাজ্যসভার পাশ হয়ে গিয়েছে কৃষি আইন প্রত্যাহার বিল। এই বিল পাশের আগে আলোচনার প্রস্তাব রাখে বিরোধীরা কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দেওয়া হয় এবং তার জেরেও বিক্ষোভ প্রদর্শিত হয়েছে। কয়েক ঘণ্টার জন্য মুলতুবি হয়ে যায় সংসদ। পরে আবার অধিবেশন চালু হলে কৃষি আইন প্রত্যাহার বিল পাশ হয়ে যায় বিনা আলোচনাতেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − seven =