কাটমানি ইস্যুতে বিস্ফোরক শতাব্দী, কী বললেন এই সাংসদ?

নয়াদিল্লি: সংসদে দাঁড়িয়ে কাটমানি ইস্যুতে সংবাদ মাধ্যমে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়৷ দিদিকে পরামর্শ দিয়ে কাটমানি নিয়ে বেশ কিছু দাওয়াই দিয়েছেন অভিনেত্রী সাংসদ৷ সংসদের বাইরে দাঁড়িয়ে একটি টেলিভিশন চ্যানেলকে অভিনেত্রী সাংসদ শতাব্দী রায় বলেন, ‘‘আরও আগে এটা বন্ধ করা উচিত ছিল৷ দিদি এখন করেছেন, ঠিক আছে৷ কিন্তু, কাটমানি ফেরত দেওয়া নিয়ে

de74d55ecf1e0ccd3afbdb725589cb09

কাটমানি ইস্যুতে বিস্ফোরক শতাব্দী, কী বললেন এই সাংসদ?

নয়াদিল্লি: সংসদে দাঁড়িয়ে কাটমানি ইস্যুতে সংবাদ মাধ্যমে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়৷ দিদিকে পরামর্শ দিয়ে কাটমানি নিয়ে বেশ কিছু দাওয়াই দিয়েছেন অভিনেত্রী সাংসদ৷

সংসদের বাইরে দাঁড়িয়ে একটি টেলিভিশন চ্যানেলকে অভিনেত্রী সাংসদ শতাব্দী রায় বলেন, ‘‘আরও আগে এটা বন্ধ করা উচিত ছিল৷ দিদি এখন করেছেন, ঠিক আছে৷ কিন্তু, কাটমানি ফেরত দেওয়া নিয়ে আরও গোলযোগ তৈরি হবে৷ কারণ, যে লোকগুলি নিয়েছিল, যাকে সামনে দেখা গিয়েছে, সে তো একা নেয়নি৷ তার পিছনে অনেকে আছে, যারা কাটমানি নিয়েছে৷ পর্যায়ক্রমে নিয়ে, পর্যায়ক্রমে তা ফেরত দেওয়ার কথা৷ এবার সেটা ফেরত দিক৷ না, যে টাকাটা বাইরে চলে গিয়েছে, সেই টাকা ফেরত দেওয়া কঠিন৷ যাঁরা পাইনি আগে, তাঁরা নেওয়ার জন্য ব্যস্ততা দেখাবে৷ ফলে, গোলমাল হওয়ার সম্ভাবনা আছে৷ আর দ্বিতীয়, দিদি এদিকে নজর নেওয়া উচিত৷ এমন না হয় যেন, ধরা যাক যারা ২-৫ শতাংশ নিচ্ছে, তাদের বন্ধ করলে, আর যারা বেশি নিচ্ছিল, তাদের ভাগাভাগি আরও বেড়ে গেল৷ তার ফলে দলের মধ্যে বিভ্রান্তি আরও বেড়ে যাবে৷ কেউ পাচ্ছে না, কেউ বেশি পাবে, বাস্তবে কাটমানির পরিমাণ একই থাকবে, এমন ধরনের পরিস্থিতি না তৈরি হয়, সেদিকে নজর দেওয়া উচিত৷’’

মঙ্গলবার নজরুল মঞ্চে দাঁড়িয়ে কাউন্সিলারদের হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ‘‘মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হবে৷ গালাগালি দিলে শুনতে হবে৷ কোনও প্রকল্প থেকে কাটমানি খাওয়া চলবে না৷ কেন সরকারি প্রকল্প থেকে ২০ শতাংশ কেটে নেওয়া হবে৷ বাংলার আবাস প্রকল্প থেকে ২৫ হাজার কাটমানি নিতে হবে৷ সমব্যথী প্রকল্পের ২ হাজার থেকেও ২০০টাকা নিতে হবে? এই সব করবেন না৷ যারা নিয়েছেন, ফিরিয়ে দেবে৷’’ মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরপরই কাটমানির টাকা ফিরিয়ে নিতে তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও জনতার! ১ কোটি সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নামে ১ কোটি টাকা প্রতারণা মামলায় গ্রেপ্তার তৃণমূল নেতা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *