বড় খবর: প্রয়াত স্পিনার শেন ওয়ার্ন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু

বড় খবর: প্রয়াত স্পিনার শেন ওয়ার্ন, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু

সিডনি: হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্নের৷ অস্ট্রেলিয়ার এই কিংবদন্তি ক্রিকেটারের বয়স হয়েছিল মাত্র ৫২ বছর৷ জানা গিয়েছে, তাইল্যান্ডের তাঁর নিজের ভিলায় আচমকা হৃদরোগে আক্রান্ত হন৷ অচৈতন্য অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ব্যর্থ হয় চিকিৎসকদের সব চেষ্টা৷

আরও পড়ুন- প্রধান শিক্ষকের ঘুসিতে নাক ফাটল অঙ্ক শিক্ষকের, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

ওয়ার্নের ম্যানেজমেন্ট শনিবার একটি বিবৃতি দিয়ে এই খবর জানিয়েছে। তাদের কথায়, নিজের ভিলাতে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় ওয়ার্নকে। দ্রুত চিকিৎসক ডেকেও অবশেষে কোনও লাভ হয়নি। সম্প্রতি তাইওয়ানে নিজের বাংলো গিয়ে থাকছিলেন তিনি। টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কার মুরলিধরনের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট টেকার শেন। আবার প্রথম আইপিএল জেতেন তিনিই, রাজস্থান রয়ালস দলের কোচ এবং অধিনায়ক হিসেবে। আজ সকালেই অস্ট্রেলিয়ার এক কিংবদন্তি রড মার্শের মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়েছিল গোটা ক্রিকেটমহল। তা নিয়ে টুইট পর্যন্ত করেছিলেন শেন। বিকেলেই তাঁর মৃত্যুর খবর বাকরুদ্ধ করেছে সকলকে।

ক্রিকেট বিশ্বে ওয়ার্ন যে একজন উজ্জ্বল নক্ষত্র তাতে কোনও রকম সন্দেহ নেই। তাঁকে বিশ্বের অন্যতম সেরা বোলার হিসেবেই বিবেচিত করা হয়। অস্ট্রেলিয়ার তো বটেই গোটা পৃথিবীর ক্রিকেট প্রেমী মানুষের অন্যতম ফেভারিট ছিলেন তিনি। ১৫ বছরের ক্রিকেট কেরিয়ারে ৭০৮ টেস্ট উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। ১৯৪টি ওয়ানে ডেতে ২৯৩টি উইকেট রয়েছেন এই অস্ট্রেলিয় তারকার নামে৷ ১৯৯৯ সালে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন তিনি। আবার ১৯৯৩ থেকে ২০০৩ সালের মধ্যে পাঁচবার অ্যাসেজ জিতেছেন শেন। ওয়ার্নের আচমকা মৃত্যুর খবরে শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + 11 =