বিশ্ব ক্রিকেট থেকে আইপিএল… সবেতে বিরাজ করেছেন শেন

বিশ্ব ক্রিকেট থেকে আইপিএল… সবেতে বিরাজ করেছেন শেন

184d6b9b37a430a3dc5c5058d2f3f555

কলকাতা: অস্ট্রেলিয়ার তো বটেই গোটা পৃথিবীর ক্রিকেট প্রেমী মানুষের অন্যতম ফেভারিট ছিলেন শেন ওয়ার্ন। নিজের ক্রিকেট জীবনে দুবার বিশ্বকাপ জিতেছেন। আবার ১৯৯৩ থেকে ২০০৩ সালের মধ্যে পাঁচবার অ্যাসেজ জিতেছেন শেন। ১৫ বছরের ক্রিকেট কেরিয়ারে ৭০৮ টেস্ট উইকেট রয়েছে তাঁর ঝুলিতে। ১৯৪টি ওয়ানে ডেতে ২৯৩টি উইকেট রয়েছেন এই অস্ট্রেলিয় তারকার নামে৷ আবার আইপিএলেও বিরাট সফল তিনি।

আরও পড়ুন- প্রধান শিক্ষকের ঘুসিতে নাক ফাটল অঙ্ক শিক্ষকের, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হাসপাতালে

আইপিএলের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে ট্রফি জয় করতে পেরেছিলেন শেন ওয়ার্ন। ২০০৮ সালে এই প্রতিযোগীতা শুরু হওয়ার বছর রাজস্থান রয়ালস তাদের নেতা হিসেবে বেছে নিয়েছিল তাঁকে। খাতায়-কলমে সেই বছর রাজস্থানই সবথেকে দুর্বল দল ছিল। নেতৃত্বের পাশাপাশি ওয়ার্ন সেই দলের কোচিংয়ের দায়িত্বও সামলেছিলেন। সেই বছরই আইপিএলের অনন্য রেকর্ড হয়েছিল। শুধু প্রথম ম্যাচ হেরেছিল রাজস্থান দিল্লির কাছে। তারপর টানা ১৪টি ম্যাচ জিতে ট্রফি জয় করে রাজস্থান। আইপিএল এর ইতিহাসে প্রথম দল হিসেবে ট্রফি যেতে তারা। এছাড়াও আইপিএলে ৫৫ টি ম্যাচ খেলে ৫৭ টি উইকেট রয়েছে তাঁর। পরে ২০১৮ সালে এই দলের কোচ হিসেবে পূর্ণাঙ্গ দায়িত্ব নেন শেন। দল প্লে অফেও উঠেছিল। তবে কলকাতার কাছে হারতে হয় তাদের।

এদিন নিজের ভিলাতে অচৈতন্য অবস্থায় পাওয়া যায় ওয়ার্নকে। দ্রুত চিকিৎসক ডেকেও অবশেষে কোনও লাভ হয়নি। সম্প্রতি তাইওয়ানে নিজের বাংলো গিয়ে থাকছিলেন তিনি। সেখানেই আচমকা হৃদরোগে আক্রান্ত হন৷ আজ সকালেই অস্ট্রেলিয়ার এক কিংবদন্তি রড মার্শের মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়েছিল গোটা ক্রিকেটমহল। তা নিয়ে টুইট পর্যন্ত করেছিলেন শেন। বিকেলেই তাঁর মৃত্যুর খবর বাকরুদ্ধ করেছে সকলকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *