ভারতে এখনও মেলেনি ওমিক্রন! বিধিনিষেধ বাড়িয়েও বড় আশ্বাস কেন্দ্রের

ভারতে এখনও মেলেনি ওমিক্রন! বিধিনিষেধ বাড়িয়েও বড় আশ্বাস কেন্দ্রের

নয়াদিল্লি: করোনাভাইরাস নতুন প্রজাতির কারণে গোটা বিশ্ব এখন আতঙ্কে ভুগছে। দক্ষিণ আফ্রিকা থেকে শুরু করে ইতিমধ্যে একাধিক দেশে এই নতুন প্রজাতির খোঁজ মিলেছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল ভারতেও এই নতুন প্রজাতি ঢুকে পড়েছে কারণ কয়েকদিন আগেই দক্ষিণ আফ্রিকা ফেরত যুবকের সংক্রমণ ধরা পড়েছিল। কিন্তু কেন্দ্রীয় সরকার সকলকে আশ্বস্ত করে বলল যে ভারতে এখনো পর্যন্ত ওমিক্রনের খোঁজ মেলেনি। যদিও বিধি নিষেধ আগের মতই জারি থাকবে আগামী কয়েক সপ্তাহ বলে স্পষ্ট করে দেওয়া হয়েছে।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, করোনাভাইরাস বিধিনিষেধের মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং সকলকে নির্দেশ দেওয়া হয়েছে সেই নিয়ম মেনে চলতে এবং সচেতন থাকতে। এই প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুক মাণ্ডবীয় জানিয়ে দিয়েছেন, ভারতে এখনো পর্যন্ত এই নতুন প্রজাতির খোঁজ মেলেনি কিন্তু সব রকমের সর্তকতা অবলম্বন করা হচ্ছে যাতে পরে পরিস্থিতি জটিল না হয়ে যায়। বিশ্বমঞ্চে সর্বপ্রথম দক্ষিণ আফ্রিকাতে এই প্রজাতির খোঁজ নিলে ছিল এবং তারপর থেকে ব্রিটেন, ইটালি থেকে শুরু করে জার্মানি এবং ভারতের পড়শী দেশ চিনেও এই প্রজাতির খোঁজ মিলেছে। তাই সব রকম ভাবে সচেতন হয়ে থাকতে হবে ভারতবাসীকে তা বলাই বাহুল্য। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি লিখে একাধিক নির্দেশিকা পাঠিয়েছে এই ইস্যুতে। 

সকল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে স্পষ্ট বার্তা দিয়ে জানানো হয়েছে যে, আগামী কয়েকদিন অতিরিক্ত সর্তকতা অবলম্বন করতে হবে এবং টিকাকরণে জোর দিতে হবে। সম্প্রতি যে সমস্ত এলাকায় করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পেয়েছে সেইসব এলাকায় বাড়তি সর্তকতা অবলম্বন করতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বিমানযাত্রীদের ওপর নজরদারি চালাতে হবে মূলত যারা ঝুঁকিপূর্ণ দেশ থেকে ভারতে আসছেন। এখনই অবশ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতকে আলাদা সতর্কবার্তা দিয়ে দিয়েছে এই নতুন প্রজাতির ভাইরাসের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − four =