কাটমানি নিলেই গ্রেপ্তার, মমতার নির্দেশে বিদ্রোহ তৃণমূলে

কলকাতা: মঙ্গলবার নজরুল মঞ্চে দাঁড়িয়ে কাউন্সিলারদের হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ‘‘মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হবে৷ গালাগালি দিলে শুনতে হবে৷ কোনও প্রকল্প থেকে কাটমানি খাওয়া চলবে না৷ কেন সরকারি প্রকল্প থেকে ২০ শতাংশ কেটে নেওয়া হবে৷ বাংলার আবাস প্রকল্প থেকে ২৫ হাজার কাটমানি নিতে হবে৷ সমব্যথী প্রকল্পের ২ হাজার থেকেও ২০০টাকা নিতে হবে? এই

কাটমানি নিলেই গ্রেপ্তার, মমতার নির্দেশে বিদ্রোহ তৃণমূলে

কলকাতা: মঙ্গলবার নজরুল মঞ্চে দাঁড়িয়ে কাউন্সিলারদের হুঁশিয়ারি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, ‘‘মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হবে৷ গালাগালি দিলে শুনতে হবে৷ কোনও প্রকল্প থেকে কাটমানি খাওয়া চলবে না৷ কেন সরকারি প্রকল্প থেকে ২০ শতাংশ কেটে নেওয়া হবে৷ বাংলার আবাস প্রকল্প থেকে ২৫ হাজার কাটমানি নিতে হবে৷ সমব্যথী প্রকল্পের ২ হাজার থেকেও ২০০টাকা নিতে হবে? এই সব করবেন না৷ যারা নিয়েছেন, ফিরিয়ে দেবে৷’’  এবার, সেই একই ইস্যুতে তৃণমূল নেত্রীর কড়া ধমক খেলেন নদিয়া জেলার নেতারা৷

তৃণমূল ভবনে নদিয়া জেলার শাসকদলের সমস্ত জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃত্বকে ডেকে পাঠান তৃণমূল সুপ্রিমো৷  সুব্রত বক্সি থেকে শুরু পার্থ চট্টোপাধ্যায়ের মত তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বৈঠকে উপস্থিত ছিলেন৷ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জেলার নেতাদের নাম ধরে ধরে ডেকে দলের খোঁজখবর নেন৷

এবারের লোকসভা নির্বাচনে নদিয়ার রানাঘাট আসন বিজেপির দখলে গিয়েছে৷ কোনও রকমে কৃষ্ণনগর রাখতে পেরেছে তৃণমূল৷ লোকসভার ফলাফল নিয়ে বিরক্ত তৃণমূল নেত্রী এদিন কার্যত তুলোধোনা করেন নদিয়া জেলা নেতৃত্বকে৷ সরকারি প্রকল্পের কাজে কাটমানি নিলে জেলে যেতে হবে বলেও জেলার নেতাদের সাফ জানিয়ে দেন মমতা৷ কাটমানি নিলে কাউকেই রেয়াত করা হবে না বলেও জানান নেত্রী৷

কাটমানি নিলেই গ্রেপ্তার, মমতার নির্দেশে বিদ্রোহ তৃণমূলেঅন্যদিকে, কাটমানির টাকা ফেরতের দাবি পোস্টার পড়ল চন্দননগর পুরনিগমের প্রাক্তন তৃণমূল কাউন্সিলারের বিরুদ্ধে৷ এলাকায় ফ্লেক্স ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে চন্দননগর এলাকায়৷ কাটমানি ফেরত দেওয়ার দাবি জানিয়ে প্রাক্তন কাউন্সিলর সুপর্ণা মণ্ডলের বিরুদ্ধে পোস্টার পড়েছে ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলকায়৷ সুপর্ণার দাবি, অভিযোগ প্রমাণ করতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন৷

স্থানীয় সূত্রের খবর, সরকারি ঘর পাইয়ে দেওয়ার নামে প্রায় ১ কোটি টাকার প্রতারণা মামলায় মালদহের তরুয়া থেকে গ্রেপ্তার এক তৃণমূল নেতা৷ স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে রতুয়া থানার পুলিশ সুকেশ যাদব নামের এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করে৷ ধৃতদের পাশে না দাঁড়িয়ে স্থানীয় নেতৃত্বের অভিযোগ, যাঁরা প্রতারণ করবেন, তাঁদের পাশে দাঁড়াবে না দল৷ কাটমানি ফেরানোর দাবিত গত তিন দিনে একাধিক জেলায় বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয়রা৷

গত ১৯ জুন সকালে টাকা ফেরতের দাবিতে বীরভূমের ইলামবাজারে বিক্ষোভ দেখেন তৃণমূল কর্মীদের একাংশ৷ ইলামবাজারের শ্রীচন্দ্রপুর গ্রামে তৃণমূলের পঞ্চায়েত সদস্য উত্তম বাউড়ি ও বুথ সভাপতি রাজীব আকুড়ের বাড়ি ঘেরাও করেন তৃণমূল কর্মীদের একাংশ৷ অভিযোগ, সরকারি সুবিধা পাইয়া দেওয়ার নামে কাটমানি নিয়েছেন তৃণমূল নেতারা৷ তাই তাঁদের এই বিক্ষোভ৷ যদিও তৃণমূলের বুথ সভাপতি স্থানীয়দের তোলা টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =