কেন অশান্ত ভাটপাড়া? ফের জোরালো বিচারবিভাগীয় তদন্তের দাবি

বারাকপুর: কেন লাগাতার অশান্ত ভাটপাড়ায়? দেড় মাস ধরে চলতে থাকা অশান্তি কেন থামানো গেল না? কী করছেন মুখ্যমন্ত্রী? পুলিশ কী করছে? এই প্রশ্ন তুলে এবার বিচারবিভাগীয় তদন্তের দাবি তুললেন বাম-কংগ্রেসের প্রতিনিধি দল৷ আজ, ভাটপাড়া পরিস্থিতি খতিয়ে দেখার পর বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘আজ আমরা মৃতদের পরিবারের সঙ্গে কথা বললাম৷ ওরা জানিয়েছেন, কোনও রাজনৈতিক

কেন অশান্ত ভাটপাড়া? ফের জোরালো বিচারবিভাগীয় তদন্তের দাবি

বারাকপুর: কেন লাগাতার অশান্ত ভাটপাড়ায়? দেড় মাস ধরে চলতে থাকা অশান্তি কেন থামানো গেল না? কী করছেন মুখ্যমন্ত্রী? পুলিশ কী করছে? এই প্রশ্ন তুলে এবার বিচারবিভাগীয় তদন্তের দাবি তুললেন বাম-কংগ্রেসের প্রতিনিধি দল৷

আজ, ভাটপাড়া পরিস্থিতি খতিয়ে দেখার পর বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘‘আজ আমরা মৃতদের পরিবারের সঙ্গে কথা বললাম৷ ওরা জানিয়েছেন, কোনও রাজনৈতিক দল করেন না৷ পরিবারের একমাত্র উপার্জনকারী মৃত্যুর পর কীভাবে তাঁদের পরিবার চলবে? তা নিয়ে চিন্তিত পরিবার৷ আমরা চাই এই বিচারবিভাগীয় তদন্ত হোক? কী কারণে এই হামলা, কেন লাগাতার অশান্ত ভাটপাড়ায়? দেড় মাস ধরে চলতে থাকা অশান্তি কেন থামানো গেল না? কী করছেন মুখ্যমন্ত্রী? পুলিশ কী করছে? তা জানতে বিচারবিভাগীয় তদন্ত প্রয়োজন৷’’ বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন, ‘‘মৃতদের পরিবারকে অবিলম্বে ক্ষতিপূরণের ঘোষণা করুক রাজ্য সরকার৷ পরিবারকতে দেওয়া হোক চাকরি৷ এর নিরেপেক্ষ তদন্ত হোক৷’’

আজ ভাটপাড়ায় যাচ্ছেন বিজোপির সংসদীয় দল৷ এসএস আলুওয়ালিয়ার নেতৃত্বে তিন সদস্যের বিজেপি সাংসদের একটি প্রতিনিধি দল কাঁকিনাড়া-ভাটপাড়া এলাকা পরিদর্শন করবেন৷ ওই দলে মধ্যপ্রদেশের সাংসদ সত্যপাল সিং ও ঝাড়খণ্ডের সাংসদ বি ডি রামও যাবেন ভাটপাড়ায়৷ ভাটপাড়াকে শান্ত করতে মূলত হিন্দিভাষি সাংসদদেরই সেখানে পাঠানো হচ্ছে৷ সত্যপাল সিং ও বি ডি রাম দু’জনই প্রাক্তন আইপিএস অফিসার৷ জানা গিয়েছে, পরিস্থিতি খতিয়ে দেখতে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন তাঁরা৷ পরিস্থিতি দেখে একটি বিপোর্ট তৈরি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে পাঠানো হবে বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =