আইনশৃঙ্খলা থেকে কাটমানি, চাপ এবার মুখ্যমন্ত্রীর উপরে

কলকাতা: আইনশৃঙ্খলা পরিস্থিতির থেকে শুরু করে কাটমানি ইস্যুতে এবার বিধানসভার অধিবেশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপ বাড়াতে চলেছে বাম-কংগ্রেস৷ দু’পক্ষের পরিষদীয় দলই তাদের প্রস্তুতি সেরে ফেলেছে বলে খবর৷ উভয়পক্ষই এই দুই ইস্যুতে বিশেষ আলোচনার দাবিও তুলতে চলছে বাম-কংগ্রেস৷ কাটমানি ফেরানোর বিষয়ে সরকারের কাছে একটি নিরপেক্ষ কমিশন গঠনের দাবিও রাখতে চলেছে বিরোধীরা৷ সরকারপক্ষ আলোচনার দাবি না মানলে

87f998552413a140354a4144a1295ce4

আইনশৃঙ্খলা থেকে কাটমানি, চাপ এবার মুখ্যমন্ত্রীর উপরে

কলকাতা: আইনশৃঙ্খলা পরিস্থিতির থেকে শুরু করে কাটমানি ইস্যুতে এবার বিধানসভার অধিবেশনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর চাপ বাড়াতে চলেছে বাম-কংগ্রেস৷ দু’পক্ষের পরিষদীয় দলই তাদের প্রস্তুতি সেরে ফেলেছে বলে খবর৷ উভয়পক্ষই এই দুই ইস্যুতে বিশেষ আলোচনার দাবিও তুলতে চলছে বাম-কংগ্রেস৷

কাটমানি ফেরানোর বিষয়ে সরকারের কাছে একটি নিরপেক্ষ কমিশন গঠনের দাবিও রাখতে চলেছে বিরোধীরা৷  সরকারপক্ষ আলোচনার দাবি না মানলে বিকল্প হিসেবে মুলতুবি প্রস্তাব আনার কথাও তারা ভেবেছে বাম-কংগ্রেস নেতৃত্ব৷ শেষমেশ সরকারপক্ষ কোনওভাবেই এই ইস্যুতে আলোচনার পথে না হাঁটতে চাইলে অধিবেশন কক্ষ বয়ক করা হতে পারে বলেও ইঙ্গিত পাওয়া গিয়েছে৷ সেক্ষেত্রে তৃণমূল সুপ্রিমোর নিদানকে নিছক নাটক বলে বর্ণনা করে এই ইস্যুতে মমতাকেই নিশানা করবে বলে ঠিক করেছে দুই পরিষদীয় দল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *