গাম্বিয়ার পর উজবেকিস্তান, ভারতীয় ওষুধের ‘বলি’ ১৮ শিশু

গাম্বিয়ার পর উজবেকিস্তান, ভারতীয় ওষুধের ‘বলি’ ১৮ শিশু

নয়াদিল্লি: ভারতের তৈরি কাশির ওষুধ খেয়ে গাম্বিয়ায় ৬৯ জন শিশুর মৃত্যু হয়েছে এমন অভিযোগ উঠেছিল। খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই যোগ টেনেছিল। কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করে ভারতীয় ওষুধকে ক্লিনচিট দিয়েছিল ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। তবে বিতর্ক এখন আবার বাড়ল। কারণ একই রকম ঘটনা এবার ঘটেছে উজবেকিস্তানে। সরকারের দাবি, ভারতে তৈরি কফ সিরাপ খেয়ে সে দেশে ১৮ জন শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন- এফআইআর ছাড়াও শুভেন্দুকে গ্রেফতার করা যায়, উদাহরণ আমি নিজে! মন্তব্য কুণালের

গাম্বিয়ার ঘটনার পর ভারতের তরফ থেকে জানান হয়েছিল কাফ সিরাপের নমুনা পরীরক্ষার রিপোর্টে ‘বিপজ্জনক’ কিছু মেলেনি। কিন্তু উজবেকিস্তানের ঘটনা আবার যেন অস্বস্তি তৈরি করেছে ভারতীয় ওষুধ কোম্পানিগুলির জন্য। উজবেক সরকার জানিয়েছে, ভারতীয় ওই কফ সিরাপ অত্যাধিক পরিমাণ খেয়ে ১৮ জন শিশুর মৃত্যু হয়েছে। ওই কফ সিরাপে ইথাইল গ্লাইকলের অস্তিত্ব পাওয়া গিয়েছে। যদিও তাঁরা এটাও মেনে নিয়েছে যে, চিকিৎসকের পরামর্শ ছাড়াই সেই ওষুধ দেওয়া হয়েছিল শিশুদের। কিন্তু বিষয় যাই হোক, ভারতের তৈরি ওষুধ খেয়ে মানুষের মৃত্যু হয়েছে, এই ইস্যুটাই এখন চর্চার এবং উদ্বেগের।

এই মুহূর্তে সে দেশের বাজার থেকে ওই ভারতীয় সংস্থার সমস্ত কফ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে এবং ওই কফ সিরাপ কতটা নিরাপদ তা নিয়ে তদন্তের দাবি জানিয়েছে উজবেক সরকার। জানা গিয়েছে, যে কফ সিরাপ নিয়ে বিতর্ক তা তৈরি করে নয়ডার মারিয়ন বায়োটেক। ভারতের কেন্দ্রীয় সরকারও ওই সংস্থার বিরুদ্ধে যৌথ তদন্ত করবে বলে খবর। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − 6 =