কলকাতা: ভোট মিটে গিয়েছে৷ কমিশনের তরফে শংসাপত্র বিলি থেকে সংসদে শপথগ্রহণ সবই হয়ে গিয়েছে৷ সোমবার অধিবেশনও রয়েছে৷ কিন্তু, এত কিছু হয়ে যাওয়ার পর ভোটের ফল ঘোষণার এক মাসের মাথায় ফের ইভএম গণনার দাবি জানিয়ে মামলা দায়ের বিজেপি প্রার্থীর৷
আমারবাগ লোকসভায় ইভিএম গণনায় গোলমালের অভিযোগ তুলে নতুন করে ওই কেন্দ্রে ভোট গণনার দাবি জানিয়েছেন বিজেপি প্রার্থী প্রার্থী তপনকুমার রায়৷ তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের পদ খারিজের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে মামলা৷ হাইকোর্টে মামলা দায়ের করে বিজেপি প্রার্থী তপনকুমার রায়ের অভিযোগ, গণনায় গরমিল হয়েছে৷ ফলে, নতুন করে গণনার ব্যবস্থা করা হোক৷ কিন্তু, ফল ঘোষণার এক মাস পর কেন এই আবেদন? গরমের ছুটি ও আদালতের কর্মবিরোতির জেরে তা এতদিন করা যায়নি বলে খবর৷ ফের গণনার আর্জি জানিয়ে মামলার গ্রহণ হলেও আদৌও সেই দাবি আদালত মেনে নেবে কি না, তা নির্ভর করছে উভয় পক্ষের সওয়াল জবাবের ভিত্তিতে৷
২৪ মে রাত সাড়ে বারোটা নাগাদ অপরূপা পোদ্দারকে জয়ী ঘোষণা করা হয় পর্যবেক্ষক, রিটার্নিং অফিসারেদের অনুমতি নিয়ে৷ এবার অপরূপা পেয়েছেন ৬৪৯৬১৩টি ভোট৷ বিজেপি প্রার্থী তপনকুমার রায়ের প্রাপ্ত ভোট ৬৪৭৭৫৫টি৷ টানটান লড়াইয়ের পর মাত্র ১ হাজার ৮৫৮ ভোটে জয়ের শেষ হাসি হাসেন অপরূপা৷ এবার তা নিয়েই দায়ের হল মামলা৷