জনরোষ থেকে বাঁচতে জঙ্গলে লুকাল বাংলার পুলিশ

কৃষ্ণনগর: থানায় দুষ্কৃতী তাণ্ডব থেকে রক্ষা পেতে ২০১৪ সালে আলিপুর থানায় পুলিশকর্মীর টেবিলের নীচে আশ্রয় নিয়েছিলেন৷ সেই ছবি গোটা দেশের কাছে আজও পরিচিত৷ এবার সেই একই ভাবে চূড়ান্ত অসহায় অবস্থায় ধরা দিল বাংলার পুলিশ৷ তবে, এবার টেবিলের নীচে নয়, রাস্তার পাশে জঙ্গলে ঢুকে নিজেকে আড়াল করার চেষ্টা করলেন এক পুলিশ কর্মী৷ ঘটনাস্থল নদীয়া জেলার নবদ্বীপ৷

জনরোষ থেকে বাঁচতে জঙ্গলে লুকাল বাংলার পুলিশ

কৃষ্ণনগর: থানায় দুষ্কৃতী তাণ্ডব থেকে রক্ষা পেতে ২০১৪ সালে আলিপুর থানায় পুলিশকর্মীর টেবিলের নীচে আশ্রয় নিয়েছিলেন৷ সেই ছবি গোটা দেশের কাছে আজও পরিচিত৷ এবার সেই একই ভাবে চূড়ান্ত অসহায় অবস্থায় ধরা দিল বাংলার পুলিশ৷ তবে, এবার টেবিলের নীচে নয়, রাস্তার পাশে জঙ্গলে ঢুকে নিজেকে আড়াল করার চেষ্টা করলেন এক পুলিশ কর্মী৷ ঘটনাস্থল নদীয়া জেলার নবদ্বীপ৷

জনরোষ থেকে বাঁচতে জঙ্গলে লুকাল বাংলার পুলিশঘটনার সূত্রপাত একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে৷ রবিবার সকালে দুর্ঘটনায় তরুণের মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় নবদ্বীপে৷ লরির ধাক্কা সাইকেল আরোহীর মৃত্যুর প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করেন বাসিন্দারা৷ অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে৷ পুলিশের উপর চড়াও হন বিক্ষোভকারীরা৷ লাঠি উঁচিয়ে পুলিশকে তাড়া করেন বিক্ষোভকারীরা৷ পাতালে গিয়ে ঝোপে পড়ে যান এক পুলিশকর্মী৷ জঙ্গলে ঢুকে নিজেকে আড়াল করার চেষ্টা করেন এক পুলিশকর্মী৷

কিন্তু, উত্তেজিত জনতা সেই জঙ্গলের মধ্য ঢুকে ওই পুলিশ কর্মীকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে আসেন৷ উত্তেজিত জনতার কাছে প্রাণ ভিক্ষা করতে দেখা যায় ওই পুলিশকর্মীকে৷ পরে, স্থানীয়রা ওই পুলিশকর্মীকে ধরে ধাক্কা-ধাক্কি দিয়ে জঙ্গ থেকে টেনে বের করে আনেন৷ গোটা এই ঘটনা রাজ্যজুড়ে তীব্র প্রক্রিয়া শুরু হয়েছে৷ জনতার নিরাপত্তা দেওয়া যাঁদের কাজ, তাঁরাই যদি এখন জঙ্গলের আড়াল নেওয়ার চেষ্টা করে, তাহলে কোথায় যাবে আমজনতা? কেন পুলিশকে ঘিরে জনতার এত ক্ষোভ? উঠছে প্রশ্ন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − twelve =