ফের চমক! বিশ্বের ৩ নম্বরকে হারিয়ে নতুন রেকর্ড প্রজ্ঞানন্দের

ফের চমক! বিশ্বের ৩ নম্বরকে হারিয়ে নতুন রেকর্ড প্রজ্ঞানন্দের

931b52ace6053d381c9a3b6f3b2defe2

নয়াদিল্লি:  বুদ্ধিতে বাজিমাত! ফের সাদা-কালো গুটিতে চমক রমেশবাবু প্রজ্ঞানন্দের৷ বিশ্বের এক নম্বর দাবাড়ু নরওয়ে ম্যাগনাস কার্লসেনের পর বিশ্বের ৩ নম্বর দাবারু চিনের ডিং লিরেনকে পরাজিত করলেন ১৬ বছরের প্রজ্ঞানন্দ৷ চ্যারিটি কাপ র্যা পিড দাবা প্রতিযোগিতার অষ্টম রাউন্ডে নয়া রেকর্ড গড়েন ভারতীয় এই দাবারু৷ কাকতালীয় বিষয় হল, ম্যাগনাস কার্লসেনকেও অষ্টম রাউন্ডেই হারিয়েছিলেন প্রজ্ঞানন্দ৷ 

আরও পড়ুন- ‘ঋতিকা আপনা কুত্তা সামাল’, হোলির পোস্টে হিন্দুত্ববাদীদের রোষানলে রোহিত শর্মা

অষ্টম রাউন্ডের ম্যাচে প্রজ্ঞানন্দ প্রথমে কালো ঘুটি নিয়ে খেলা শুরু করায় কিছুটা সুবিধা ছিল লিরেনের। কিন্তু সেই সুযোগের সদব্যবহার তিনি করতে পারেননি৷ ৪২তম চালে বড়সড় ভুল করে বসেন৷ আর প্রতিপক্ষের ভুলকে কাজে লাগিয়েই বাজিমাত করেন প্রজ্ঞা। সেখান থেকে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ ছিল না চিনা প্রতিযোগী লিরেনের কাছে। ৪৯ চালে প্রজ্ঞার কাছে পরাজিত হন তিনি। তবে, লিরেনকে পরাজিত করার আগে পোল্যান্ডের ডুডার কাছে হারতে হয় প্রজ্ঞাকে। কানাডার এরিক হ্যানসেনকে পরাজিত করে এবং পি হরিকৃষ্ণর সঙ্গে ম্যাচ ড্র করার পর অষ্টম রাউন্ডের শেষে ছ’নম্বরে রয়েছে ভারতীয় দাবাড়ু।  এখনও সাত রাউন্ড প্রতিযোগিতা বাকি রয়েছে। 

প্রজ্ঞানন্দ তালিকায় ক্রমেই উপরের দিকে এগিয়ে এলেও পিছিয়ে পড়েছেন বিদিত গুজরাতি। চতুর্থ স্থান থেকে দশম স্থানে নেমে গিয়েছেন তিনি। দ্বিতীয় দিন একটি ম্যাচেও জিততে পারেননি, উল্টে দু’টিতে হেরেছেন বিদিত। তবে দু’টি ম্যাচ ড্র করেছেন। অন্য দিকে অপর ভারতীয় দাবারু হরিকৃষ্ণ চিনের লেই তিংজিয়ের কাছে হারের পরে তিনটি ম্যাচ ড্র করে দ্বাদশ স্থানে রয়েছেন৷ 

০১৩ সালে বিশ্ব যুব দাবা প্রতিযোগিতায় অনূর্ধ্ব-৮ খেতাব জিতেছিলেন চেন্নাইয়ের এই দাবারু৷ মাত্র ৭ বছর বয়সে FIDE মাস্টার খেতাব জয় করেন তিনি৷ চার বছর আগে ২০১৮ সালে মাত্র ১২ বছর বয়সে দেশের পঞ্চম সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হন আর প্রজ্ঞানন্দ৷ তার আগে ২০১৫ সালে অনুর্ধ্ব ১০ বিশ্ব দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিলেন চেন্নাইয়ের ছেলে৷ ধারাবাহিক ভাবে অসাধারণ পারফরম্যান্স করে আসছেন তিনি৷