বিজেপির মোট বিধায়ক সংখ্যা কত দাঁড়াল জানেন?

কলকাতা: সালটা ছিল ২০১৬৷ বিপুল সংখ্যাগরিষ্ঠা নিয়ে দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২৯৪টি আসনের মধ্যে তৃণমূলের দখলে ছিল ২১১টি আসন৷ বাম-কংগ্রেস জোট যথাক্রমে আসন সংখ্যা ছিল ২৬ ও ৪৪টি৷ বাংলায় ১০ শতাংশ ভোট পেয়ে বিজেপির দখলে গিয়েছিল ৩ আসন৷ ২০১৬ থেকে ২০১৯ সাল, গঙ্গার উপর নিয়ে বয়ে বহু জল৷ বদলে গিয়েছে বঙ্গ রাজনীতির

বিজেপির মোট বিধায়ক সংখ্যা কত দাঁড়াল জানেন?

কলকাতা: সালটা ছিল ২০১৬৷ বিপুল সংখ্যাগরিষ্ঠা নিয়ে দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ ২৯৪টি আসনের মধ্যে তৃণমূলের দখলে ছিল ২১১টি আসন৷ বাম-কংগ্রেস জোট যথাক্রমে আসন সংখ্যা ছিল ২৬ ও ৪৪টি৷ বাংলায় ১০ শতাংশ ভোট পেয়ে বিজেপির দখলে গিয়েছিল ৩ আসন৷ ২০১৬ থেকে ২০১৯ সাল, গঙ্গার উপর নিয়ে বয়ে বহু জল৷ বদলে গিয়েছে বঙ্গ রাজনীতির প্রেক্ষাপট৷ সৌজন্যে সেই দলবদলের রাজনীতি৷ তৃণমূলের দবদলের অস্ত্রে সেই তৃণমূলকেই বিঁধতে শুরু করেছে বিজেপি৷ তৃণমূলের পর এবার বিজেপিতে যোগদানের হিড়িক বেড়েছে৷

তৃণমূলের দেখানো পথে হেঁটে এবার দলবদলের সৌজন্যে ৩ থেকে একধাক্কায় এনেকটাই শক্তি বাড়িয়ে ফেলেছে বিজেপি৷ হালের উপ-নির্বাচন থেকে দলবদলের ফলে বাংলায় বর্তমানে বিজেপির মোট বিধায়ক সংখ্যা কত দাঁড়াল জানেন? ১৪ জন বিধায়ক দলবদল করেছেন৷ লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে বাংলার উপনির্বাচনের আটটি আসনের মধ্যে তৃণমূলকে টেক্কা দিয়ে ৪টি কেন্দ্র ছিনিয়ে নিয়েছে বিজেপি৷ ফলে, আগের তিন, উপনির্বাচনে ৪ ও দলবদল করা ১৪ বিধায়ক মিনিয়ে ২১ বিধায়ক এখন বিজেপির হাতে৷ আজ, তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লেখান কালচিনির বিধায়ক উইলসন চম্প্রমারির৷ এর আগে বিজেপি নাম লেখান বনগাঁ উত্তরের তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ দাস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − eleven =