বিমল গুরুং ও রোশন গিরির বিরুদ্ধে ফের যুদ্ধ ঘোষণা রাজ্যের

কলকাতা: বিমল গুরুং ও রোশন গিরির বিরুদ্ধে দেশের যেকোনও প্রান্ত থেকে বিনা ওয়ারেন্টেই গ্রেপ্তারের নির্দেশ রাজ্য সরকার৷ আইনি পরিভাষায় যাকে বলা হয় প্রোক্লেইম অফেন্ডার৷ একটা সময় ছিল, যখন মমতার কাছের বলে পরিচিত ছিলেন বিমল গুরুং ও রোশন গিরি৷ বাম আমলে পাহাড় নিয়ে আগুন জ্বলে ওঠার পর বাংলায় ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুং, রোশনের হাতে

বিমল গুরুং ও রোশন গিরির বিরুদ্ধে ফের যুদ্ধ ঘোষণা রাজ্যের

কলকাতা: বিমল গুরুং ও রোশন গিরির বিরুদ্ধে দেশের যেকোনও প্রান্ত থেকে বিনা ওয়ারেন্টেই গ্রেপ্তারের নির্দেশ রাজ্য সরকার৷ আইনি পরিভাষায় যাকে বলা হয় প্রোক্লেইম অফেন্ডার৷

একটা সময় ছিল, যখন মমতার কাছের বলে পরিচিত ছিলেন বিমল গুরুং ও রোশন গিরি৷ বাম আমলে পাহাড় নিয়ে আগুন জ্বলে ওঠার পর বাংলায় ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গুরুং, রোশনের হাতে গোর্খা টেরিটোরিয়াল অথরিটি উপহার দেন৷ কিন্তু, বছর তিনেকের মধ্যেই চিড়ধরে স্পর্কে৷ গোর্খা ল্যান্ডের দাবিতে পাহাড়ে আগুন জ্বলে উঠতেই সেই সম্পর্ক বিদ্রোহের আকার নেয়৷ শুরু হয় রক্তাক্ষয়ী আন্দোলন৷ এবার, সেই গুরুং, রোশনকে ধরতে বিশেষ নির্দেশিকা জারি করল মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন৷ বিমল গুরুং ও রোশন গিরিকে প্রোক্লেইম অফেন্ডারের মাধ্যমে দেশের যে কোনও প্রান্ত থেকে বিনা ওয়ারেন্টেই গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =