সংসদে বক্তব্যের মাঝেই বন্ধ হল রাহুল গান্ধীর মাইক, ওয়াকআউট কংগ্রেসের

সংসদে বক্তব্যের মাঝেই বন্ধ হল রাহুল গান্ধীর মাইক, ওয়াকআউট কংগ্রেসের

নয়াদিল্লি:  কৃষক আইন থেকে নাগাল্যান্ডে গুলিকাণ্ড, একের পর এক ইস্যুতে শুরু থেকেই উত্তাল সংসদের শীলকালীন অধিবেশন৷ মঙ্গলবার ঘটল আরও এক কাণ্ড৷ রাহুল গান্ধী সংসদে তখন বক্তব্য রাখছেন৷ হঠাৎ করে বন্ধ হয়ে গেল তাঁর মাইক৷ অন্যদিকে বলতেই দেওয়া হল না অধীর রঞ্জন চৌধুরীকে৷ প্রতিবাদে ওয়াকআউট করে কংগ্রেস৷ 

আরও পড়ুন- ৭ হাজারের কম দৈনিক আক্রান্ত! ওমিক্রন আবহেও স্বস্তি বজায় দেশে

এদিন সংসদে কৃষকদের স্বার্থে একাধিক দাবিদাওয়া জানান রাহুল গান্ধী। তাঁর দাবি, কৃষকদের সমস্ত প্রাপ্য অধিকার দিতে হবে। পাশাপাশি কৃষক আন্দোলনে নিহতদের আর্থিক মদত ও কর্মসংস্থানেরও দাবিও তোলেন কংগ্রেস সাংসদ৷ রাহুল সংসদে তথ্য দিয়ে জানান, “পাঞ্জাবের কংগ্রেস সরকার ৪০০ কৃষককে আর্থিক সাহায্য দিয়েছে। ১৫২ জনকে চাকরি দেওয়া হয়েছে।”  তিনি আরও বলেন, “বিতর্কিত কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন করতে গিয়ে প্রায় ৭০০ কৃষক মারা গিয়েছেন৷ জাতির উদ্দেশে ভাষণে এই তিন আইন প্রত্যাহারের কথা ঘোষণার সময় প্রধানমন্ত্রী দেশবাসী ও কৃষকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছিলেন। অর্থাৎ ভুল স্বীকার করে নিয়েছেন তিনি। অথচ কৃষি মন্ত্রী বলছেন, তাঁর কাছে নাকি কৃষক মৃত্যুর কোনও তথ্যই নেই।” এদিন রাহুল অবশ্য নিজের বক্তব্য শেষ করতে পারেননি৷ মাঝপথেই মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ।

প্রসঙ্গত, সংসদে প্রত্যেক সাংসদ বক্তব্য রাখার জন্য নির্দিষ্ট সময় পেয়ে থাকেন।  সেই সময় পেরনোর পর রাহুল অতিরিক্ত সময় চান এবং বলতে থাকেন। সময় চাওয়ার পরেও তাঁর বক্তব্যের মাঝ পথেই মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ৷ শুধু তাই নয়, সংসদে বাংলার দলের সাংসদ অধীর চৌধুরীকে বসার সুযোগ দেওয়া হয়নি বলেও অভিযোগ তুলেছে কংগ্রেস। এরপরেই প্রতিবাদে ওয়াকআউট করেন কংগ্রেস সাংসদরা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 2 =