পুরসভা নির্বাচন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনছে রাজ্য

কলকাতা: পুরসভায় প্রশাসক বসানোর আইন আগেই সংশোধন করেছিল রাজ্য৷ এবার বাংলার পুরসভা নির্বাচন ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার৷ ভোটে না জিতেও পুরসভার চেয়ারম্যান পদে বসার ছাড়পত্র ছিনি আনতে নয়া বিল আনতে চলেছে রাজ্য সরকার৷ বিধানসভায় তা পেশ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়৷ সূত্রের খবর, ভোটে না জিতেও পুরসভার চেয়ারম্যান অথবা মেয়র পদে বসার ছাড়পত্র

পুরসভা নির্বাচন ব্যবস্থায় আমূল পরিবর্তন আনছে রাজ্য

কলকাতা: পুরসভায় প্রশাসক বসানোর আইন আগেই সংশোধন করেছিল রাজ্য৷ এবার বাংলার পুরসভা নির্বাচন ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার৷ ভোটে না জিতেও পুরসভার চেয়ারম্যান পদে বসার ছাড়পত্র ছিনি আনতে নয়া বিল আনতে চলেছে রাজ্য সরকার৷ বিধানসভায় তা পেশ করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়৷

সূত্রের খবর, ভোটে না জিতেও পুরসভার চেয়ারম্যান অথবা মেয়র পদে বসার ছাড়পত্র ছিনিয়ে আনতে পারে সরকার৷ সেক্ষেত্রে ছ’মাসের মধ্যে পুরপ্রধান অথবা মেয়রকে ভোটে জিতে পদে ফিরতে পারবেন৷ ঠিক যেমনটা হয়েটিল কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হামিকের ক্ষেত্রে৷ তিনি কাউন্সিলর না হয়েও মেয়র পদে বসেন৷ পরে অবশ্য তিনি ভোটে নির্বাচিত হন৷ কাউন্সিলর না হয়েও যাতে কেউ মেয়র বা চেয়ারম্যান হতে পারেন, তার বন্দোবস্ত করতেই পুর আইনে সংশোধন করা হচ্ছে বলে খবর৷

বিধানসভার গত অধিবেশনে বেশ কয়েকটি সংশোধনী আনা হয় রাজ্য পুরদপ্তরে৷ এবার গোটা আইনটারই আমূল পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য৷ তার জন্য নতুন করে আইন তৈরি করা হবে বলে খবর৷ যে চারটি আইনের উপরে রাজ্যের সব পুরসভা ও কর্পোরেশন পরিচালিত হয়, দি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন অ্যাক্ট ১৯৮০, দি হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন অ্যাক্ট ১৯৮০, দি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল কর্পোরেশন অ্যাক্ট ২০০৬ ও দি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল অ্যাক্ট, ১৯৯৩ এই আইনে পরিবর্তন করা হতে পারে বলে খবর৷ এরপর ধাপে ধাপে সব পুরসভার আইনের খোলনলচে পরিবর্তন করার পরিকল্পনা রয়েছে সরকারের৷

১৯৮০ সালে প্রশান্ত শূরের আমলে কলকাতা পুরসভার আইন তৈরি হয়৷ ৩৮ বছর পরে সেই আইনের বেশ কয়েকটি সংশোধনী আনা হয়৷ এবার নতুন করে আইন তৈরি করে পুর নির্বাচন ব্যবস্থায় আমূল পরিবর্তন করার ইঙ্গিত পাওয়া গিয়েছে৷ কেন্দ্রীয় সরকার ১৯৯৩ সালে সংবিধানের ৭৪ তম সংশোধনী আনার পর বঙ্গীয় পুর আইন, ১৯৩২ নতুন করে করা হয়৷ সেই সংশোধনী বিধানসভায় অনুমোদিত হয়েছিল ১৯৯৩ সালে৷ বঙ্গীয় পুর আইন ১৯৯৩-র উপর ভিত্তি করেই রাজ্যের ১১৮টি পুরসভা পরিচালিত হয়৷ ১৯৯৩ সালের পর ২০১৯ সালে নতুন বঙ্গীয় পুর আইন করতে চলেছে রাজ্য সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − six =