বিয়ের পিড়িতে বসছেন অরুণ লাল, থাকছে রাজকীয় ভোজ, কী ভাবে প্রেম হল বুলবুলের সঙ্গে?

বিয়ের পিড়িতে বসছেন অরুণ লাল, থাকছে রাজকীয় ভোজ, কী ভাবে প্রেম হল বুলবুলের সঙ্গে?

f206d9786f4bacec4910380a325c3b7e

মুম্বই:  তিনি ভারতের প্রাক্তন ক্রিকটার৷ ক্রিকেট দুনিয়ায় তিনি অতিপরিচিত নাম৷ সেই অরুণ লালই এবার হতে চলেছেন বাংলার জামাই৷ সকলকে চমকে দিয়ে দ্বিতীয়বার বিড়ের পিঁড়িতে বসতে চলেছেন বাংলার কোচ৷ ২ মে এক হবে চারহাত৷ বিয়ের প্রস্তুতি এখন তুঙ্গে৷ 

আরও পড়ুন- জালিয়াতির অভিযোগ! টেনিস কিংবদন্তি বরিস বেকারের কারাদণ্ড

জানা গিয়েছে, প্রথম স্ত্রীর অনুমতি নিয়েই বিয়ের পিড়িতে বসতে চলেছেন ৬৬ বছরের এই ‘তরুণ’৷ তাঁর বিয়ের অবুষ্ঠানে উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, রবি শাস্ত্রী সহ বিশিষ্ট ক্রিকেটাররা৷ এ প্রসঙ্গে জানিয়ে রাখি, বুলবুল সাহার পারিবারিক বন্ধু সৌরভ৷ এর আগে মেয়ে সানাকে নিয়ে বুলবুলের ফার্ম হাউজেও গিয়েছেন তিনি৷ অরুণ লালের বিয়ের খবর প্রকাশ্যে আসতে অনেকেই হতবাক হয়েছিলেন৷ অনেকে আবার তাঁকে ভরিয়ে দেন শুভেচ্ছা বার্তায়৷ সবচেয়ে বড় কথা হল বাংলার জামাই হতে চলেছেন এই ক্রিকেট তারকা৷ তাঁর হবু স্ত্রীর নাম বুলবুল সাহা৷ কিন্তু কে এই বুলবুল? তাঁকে নিয়ে আগ্রহের অন্ত নেই নেটপাড়ায়৷ 

arun

বুলবুল অরুণ লালের মতো কোনও বিশিষ্ট ব্যক্তিত্ব নন৷ এর আগে প্রচার মাধ্যমের পাদপ্রদীপে আসেননি কখনও৷ ৩৮ বছরের বুলবুল একজন স্কুল শিক্ষিকা৷ প্রথম স্ত্রী রীনার সঙ্গে বিচ্ছেদের পর বুলবুলের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে অরুণের৷ তবে শারীরিক অসুস্থতার জন্য বিচ্ছেদের পরেও প্রাক্তন স্বামীর সঙ্গেই থাকেন রীনা৷ তাই নতুন সম্পর্ক শুরু করার আগে প্রথম স্ত্রীর সঙ্গে কথা বলে অনুমতি নিয়ে নিয়েছিলেন প্রাক্তন ক্রিকেটার৷ 

রীনার সঙ্গে বিচ্ছেদের পর বুলবুলের সঙ্গে ওপেন রিলেশনশিপে ছিলেন অরুণ লাল৷ সোশ্যাল মিডিয়ায় তাঁদের সম্পর্ক নিয়ে ঢাকঢোল না পেটালেও লুকোছাপাও করেননি কখনও৷ এক কমন ফ্রেন্ডের মাধ্যমে পরিচয় হয় তাঁদের৷ তার পর আলাপ পরিচয় বাড়ে৷ ধীরে ধীরে বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন উভয়ে৷ গত মাসেই সেরেছেন বাগদান৷ এবার বিয়ের পিড়িতে বসতে চলেছেন অরুণ-বুলবুল৷ এসপ্ল্যানেডের পিয়ারলেস ইন-এ বসবে তাঁদের জমকালো বিয়ের আসর৷ 

ভারতীয় ক্রিকেট টিম থেকে অবসর নেওয়ার পর ধারাভাষ্যকার হিসাবে কাজ করেছেন অরুণ লাল৷ মোরারাবাদের ছেলে হলেও তিনি মাঠে নেমেছেন বাংলার হয়ে৷ ১৯৮২ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত তিনি জাতীয় দলের হয়ে খেলেছেন। কিন্তু, ১৯৮৯ সালে সবধরনের ক্রিকেট থেকে অবসর নেন৷ তবে ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়নি তাঁর৷ ক্রিকেট বিশেষজ্ঞ থেকে কোচিং, সমস্ত দায়িত্বই সামলেছেন দক্ষতার সঙ্গে৷ আপাতত বাংলা দলের দায়িত্ব তাঁর কাঁধে৷ অরুণ দায়িত্ব নেওয়ার পর বাংলা টিমের উন্নতিও হয়েছে  চোখে পড়ার মতো৷ তাঁর কোচিংয়েই ১৩ বছর পর রনজি ফাইনালে ওঠে বাংলা৷ 

অরুণ লাল

২০১৬ সালে চোয়ালের ক্যানসারে আক্রান্ত হন তিনি৷ তারপরই আন্তর্জাতিক ক্রিকেট কমেন্ট্রি প্যানেল থেকে নিজের নাম সরিয়ে নেন।  তবে আপাতত তিনি সুস্থ৷ নতুন করে জীবন শুরুর পথে৷ ২৮ বছরের ছোটো বুলবুল সাহার সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন৷ সম্প্রতি অরুণ লাল এবং বুলবুল সাহার গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে ধুমধাম করে৷ আগামী সোমবার ২ মে বাঙালি রীতি-রেওয়াজ মেনে গাঁটছড়া বাঁধবেন তাঁরা। আয়োজনও হবে পেল্লাই৷ ইতিমধ্যে বিয়েবাড়িতে কী কী খাওয়া-দাওয়া হবে, সেই মেনুও প্রকাশ্যে এসেছে৷ জানা গিয়েছে, মেনুতে থাকবে চিংড়ি মালাইকারি, ফিস ফ্রাই, খাসির মাংস, মিষ্টি দই সহ রকমারি পদ।