কাটমানি ইস্যুতে ফের মুখ মুখলেন মমতা, কী বার্তা মুখ্যমন্ত্রীর?

কলকাতা: প্রথম বিস্ফোরণটা ঘটেছিল নজরুল মঞ্চে৷ এবার বিধানসভায় দাঁড়িয়ে কাটমানি ইস্যুতে ফের মুখ মুখললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য, দলকে শাসন করতেই পারি৷ সেই অধিকার আমার আছে৷ দলের বৈঠকে আমি বলেছে, সরকারি টাকার যাতে অপব্যবহার না হয়৷ সুনির্দিষ্ট গাইডলাইন দিয়েছি৷ তাতে অন্যায়ের কী? রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবে বিরোধী দলনেতা আব্দুল মান্নান অভিযোগ

2c43a744304a9490c5915f8ee973cc41

কাটমানি ইস্যুতে ফের মুখ মুখলেন মমতা, কী বার্তা মুখ্যমন্ত্রীর?

কলকাতা: প্রথম বিস্ফোরণটা ঘটেছিল নজরুল মঞ্চে৷ এবার বিধানসভায় দাঁড়িয়ে কাটমানি ইস্যুতে ফের মুখ মুখললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য, দলকে শাসন করতেই পারি৷ সেই অধিকার আমার আছে৷ দলের বৈঠকে আমি বলেছে, সরকারি টাকার যাতে অপব্যবহার না হয়৷ সুনির্দিষ্ট গাইডলাইন দিয়েছি৷ তাতে অন্যায়ের কী?

রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবে বিরোধী দলনেতা আব্দুল মান্নান অভিযোগ করেন, শিক্ষক নিয়োগে তৃণমূলের নেতারা টাকা নিয়ে চাকরি দিয়েছেন৷ মান্নান সাহেবের এই শুনে প্রবল হইহট্টগোল শুরু করে দেন তৃণমূলের বিধায়করা৷ মান্নান সাহেব উল্লেখ করেন, সিদ্ধার্থশঙ্কর রায় তাঁর মন্ত্রীদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে ওয়াংচু কমিশন গঠন করেছিলেন৷ এবার সেরকমই কাটমানি ইস্যুতে কমিশন গঠনের দাবিও তোলেন মান্নান৷ মুখ্যমন্ত্রী এই প্রস্তাব সরাসরি খারিজ করে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, আমাদের কর্মীরা দেশের মধ্যে অনেক বেশি সৎ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *