কাটমানি রুখতে এবার রেট বেঁধে দিল পঞ্চায়েত দপ্তর

কলকাতা: এবার কাটমানি রুখতে গ্রাম পঞ্চায়েত বিভিন্ন জিনিসের দর বেঁধে দিল পঞ্চায়েত দপ্তর৷ জিনিসপত্রের বাজারদরের ভিত্তিতে রেট চার্ট তৈরি করে দেওয়া হয়েছে বলে খবর৷ যাতে প্রয়োজনীয় সামগ্রী কিনতে কোনও কাটমানি খাওয়ার অভিযোগ না ওঠে৷ এই মর্মে পঞ্চায়েত দপ্তরের তরফে অন্তত ৪০০টি সামগ্রীর উপর বাজারদর পরীক্ষা করে নির্দিষ্ট রেট নির্ধারণ করে দিয়েছে৷ নির্ধারিত সেই দর অনুযায়ী

300919cb361584fda7cb4db01871bd03

কাটমানি রুখতে এবার রেট বেঁধে দিল পঞ্চায়েত দপ্তর

কলকাতা: এবার কাটমানি রুখতে গ্রাম পঞ্চায়েত বিভিন্ন জিনিসের দর বেঁধে দিল পঞ্চায়েত দপ্তর৷ জিনিসপত্রের বাজারদরের ভিত্তিতে রেট চার্ট তৈরি করে দেওয়া হয়েছে বলে খবর৷ যাতে প্রয়োজনীয় সামগ্রী কিনতে কোনও কাটমানি খাওয়ার অভিযোগ না ওঠে৷ এই মর্মে পঞ্চায়েত দপ্তরের তরফে অন্তত ৪০০টি সামগ্রীর উপর বাজারদর পরীক্ষা করে নির্দিষ্ট রেট নির্ধারণ করে দিয়েছে৷

নির্ধারিত সেই দর অনুযায়ী ১০০ দিনের কাজ সহ পঞ্চায়েত স্তরের বিভিন্ন কাজে ব্যবহৃত সামগ্রী কিনতে পারবেন৷ ফলে, এখন থেকে নিচুতলায় কর্মীরা তাঁদের ইচ্ছামতো কেনাকাটা করতে পারনে না৷ নিজের বানানো বিলও জমা করাতে পারবে না৷ সমস্ত কেনাকাটা করতে হবে টেন্ডারের মাধ্যমে৷ সেই সঙ্গে কী কেনা হল, কত টাকায় তা কেন হয়েছে, তা বিস্তারিত পঞ্চায়েত দপ্তরের তৈরি করা অনলাইনের মাধ্যমে তা জানাতে হবে৷ রাজ্য পঞ্চায়েত দপ্তর সেই কেনাকাটার হিসেব খতিয়ে দেখবে৷ তারপরেই টাকার অনুমোদন দেওয়া হবে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *