‘ওরা আমাদের মেরে ফেলবে’, অর্পণাকে জড়িয়ে কান্না ভাটপাড়ার আক্রান্ত পরিবারের

ভাটপাড়া: প্রায় দেড় মাস ধরে অশান্ত ভাটপাড়া৷ গুলি-বোমা-সংঘর্ষ-আশঙ্কার নাম এখন বাংলার শিল্পতালুক ভাটপাড়া৷ রাজনৈতিক দলগুলির বাড়াবাড়ি, পুলিশ নিষ্ক্রিয়তার সৌজন্য আজও থমথমে শহরতলীর এই এলাকা৷ মুখ্যমন্ত্রী-রাজ্যপালের হস্তক্ষেপের অবশেষে পুলিশ কিছুটা হলেও নিয়ন্ত্রণে এনেছে অশান্ত ভাটপাড়ার পরিস্থিতি৷ কিন্তু, কেমন আছে ভাটপাড়া, কাঁকিনাড়া, জগদ্দলের আতঙ্কিত বাসিন্দারা? আজ আক্রান্তের যন্ত্রণার কথা শুনতে গেলেন বাংলার বিশিষ্টজনেরা৷ আজ, ঘটনাস্থলে যান বিশিষ্টজনেদের

e77d782bb7bf0dca9e9929f03d5d3e08

‘ওরা আমাদের মেরে ফেলবে’, অর্পণাকে জড়িয়ে কান্না ভাটপাড়ার আক্রান্ত পরিবারের

ভাটপাড়া: প্রায় দেড় মাস ধরে অশান্ত ভাটপাড়া৷ গুলি-বোমা-সংঘর্ষ-আশঙ্কার নাম এখন বাংলার শিল্পতালুক ভাটপাড়া৷ রাজনৈতিক দলগুলির বাড়াবাড়ি, পুলিশ নিষ্ক্রিয়তার সৌজন্য আজও থমথমে শহরতলীর এই এলাকা৷ মুখ্যমন্ত্রী-রাজ্যপালের হস্তক্ষেপের অবশেষে পুলিশ কিছুটা হলেও নিয়ন্ত্রণে এনেছে অশান্ত ভাটপাড়ার পরিস্থিতি৷ কিন্তু, কেমন আছে ভাটপাড়া, কাঁকিনাড়া, জগদ্দলের আতঙ্কিত বাসিন্দারা? আজ আক্রান্তের যন্ত্রণার কথা শুনতে গেলেন বাংলার বিশিষ্টজনেরা৷

আজ, ঘটনাস্থলে যান বিশিষ্টজনেদের মধ্য অন্যতম কৌশিক সেন ও অপর্ণা সেন৷ এদিন আক্রান্তদের বাড়িতে বাড়িতে গিয়ে কথা শোনার তাঁরা৷ সমাজের বিশিষ্টাদের কাছে পেয়ে নিজেদের ক্ষোভ তুলে ধরেন৷ অপর্ণাকে জড়িয়ে ধরে এক আক্রান্ত পরিবারের তরফে জানানো হয়, ‘দিদি ওরা আমাদের মেরে ফেলবে৷ পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না৷’ কাঁদতে কাঁদতে অপর্ণা সেনকে জড়িয়ে ধরেন আক্রান্ত পরিবারের এক মহিলা সদস্য৷ অপর্ণা তাঁকে আশ্বস্ত করে বলেন, ‘‘না কেউ মারবে না৷ আমরা সবাই আছি৷ ভয় পারেন না৷’’

এদিন অপর্ণা জানান, তাঁরা গোটা ঘটনাস্থল পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী, রাজ্যপাল ও রাজনৈতিক দলগুলিতে রিপোর্ট পেশ করবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *