দলের নেতাদের আয়নায় মুখ দেখার পরামর্শ মমতার, পুলিশি নির্ভরতায় নয়া বার্তা নেত্রীর

কলকাতা: প্রথম বিস্ফোরণটা ঘটেছিল নজরুল মঞ্চে৷ জানিয়েছিলেন, কাটমানি নিয়ে থাকলে রাজ্যের নেতারা যেন তা ফিরিয়ে দেন৷ এবার পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করে কাটমানি ইস্যুতে ফের হুঁশিয়ারি দিলেন তৃণমূল সুপ্রিমো৷ দলের নেতা-কর্মীদের বেশ কিছু পরামর্শও দেন নেত্রী৷ তৃণমূলের পর্যালোচনা বৈঠকে দলের নেতাকর্মীদের আয়নায় মুখ দেখুন, নিজেদের সুধরে নেওয়ার পরামর্শ দেন মমতা৷ নেতৃত্বকে পুলিশি নির্ভরতা

202bbe2dfdceb7a7a54e739f2c0283c9

দলের নেতাদের আয়নায় মুখ দেখার পরামর্শ মমতার, পুলিশি নির্ভরতায় নয়া বার্তা নেত্রীর

কলকাতা: প্রথম বিস্ফোরণটা ঘটেছিল নজরুল মঞ্চে৷ জানিয়েছিলেন, কাটমানি নিয়ে থাকলে রাজ্যের নেতারা যেন তা ফিরিয়ে দেন৷ এবার পশ্চিম মেদিনীপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করে কাটমানি ইস্যুতে ফের হুঁশিয়ারি দিলেন তৃণমূল সুপ্রিমো৷ দলের নেতা-কর্মীদের বেশ কিছু পরামর্শও দেন নেত্রী৷

তৃণমূলের পর্যালোচনা বৈঠকে দলের নেতাকর্মীদের আয়নায় মুখ দেখুন, নিজেদের সুধরে নেওয়ার পরামর্শ দেন মমতা৷ নেতৃত্বকে পুলিশি নির্ভরতা কমাতেও নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো৷ দলে পুরানো কর্মীদের ফিরিয়ে আনার বার্তা দেওয়ার পাশাপাশি গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও সবর হন মমতা৷ সাফ জানিয়ে দেন, কাটমানির অভিযোগ প্রমাণিত হলেই এবার গ্রেপ্তার করা হবে৷ নেতাদের এবিষয়েও সতর্ক করে দেন৷ পশ্চিম মেদিনীপুরে হারের কারণ নিয়ে ক্ষোভও প্রকাশ করেন মমতা৷ এদিনের বৈঠকে মমতার তোপের মুখে পড়েন গড়বেতার বিধায়ক৷ গড়বেতার বিধায়ক আশিস চক্রবর্তীকে তিরস্কার করেন নেত্রী৷ বালি খাদান নিয়ে ব্যস্ত ছিলেন, পকেট ভরাতে ব্যস্ত ছিলেন বলেও কটাক্ষ করেন মমতা৷ মুকুল, ভারতীর উপর একক নির্ভরতা ভুল হয়েছিল বলেও আক্ষেপ প্রকাশ করেন দলনেত্রী৷

এর আগে বিধানসভায় দাঁড়িয়ে কাটমানি ইস্যুতেও মুখ মুখললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য, দলকে শাসন করতেই পারি৷ সেই অধিকার আমার আছে৷ দলের বৈঠকে আমি বলেছে, সরকারি টাকার যাতে অপব্যবহার না হয়৷ সুনির্দিষ্ট গাইডলাইন দিয়েছি৷ তাতে অন্যায়ের কী?

রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবে বিরোধী দলনেতা আব্দুল মান্নান অভিযোগ করেন, শিক্ষক নিয়োগে তৃণমূলের নেতারা টাকা নিয়ে চাকরি দিয়েছেন৷ মান্নান সাহেবের এই শুনে প্রবল হইহট্টগোল শুরু করে দেন তৃণমূলের বিধায়করা৷ মান্নান সাহেব উল্লেখ করেন, সিদ্ধার্থশঙ্কর রায় তাঁর মন্ত্রীদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে ওয়াংচু কমিশন গঠন করেছিলেন৷ এবার সেরকমই কাটমানি ইস্যুতে কমিশন গঠনের দাবিও তোলেন মান্নান৷ মুখ্যমন্ত্রী এই প্রস্তাব সরাসরি খারিজ করে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, আমাদের কর্মীরা দেশের মধ্যে অনেক বেশি সৎ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *