নয়াদিল্লি: গতকাল মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ গিয়েছে সিডিএস বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রী মধুলিকা সহ ১৩ জনের। তামিলনাড়ুতে নীলগিরির জঙ্গলে ভেঙে পড়ে সেই হেলিকপ্টার। কিন্তু এখনও পর্যন্ত এটা জানা যায়নি যে কী কারণে এই চরম দুর্ঘটনা ঘটল। যদিও আপাতত উদ্ধার করা গিয়েছে ব্ল্যাক বক্স এবং মনে করা হচ্ছে ঘটনার আসল কারণ এবার সামনে আসবে। কিন্তু তার আগেই ইতিমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে যেখানে দেখা যাচ্ছে একটি হেলিকপ্টার ধীরে ধীরে কুয়াশায় মিশে যাচ্ছে। অধিকাংশের মতে এটাই বিপিন রাওয়াতের ওই হেলিকপ্টার। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ বিকেল।
যে ভিডিও প্রকাশ্যে এসেছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে একটি হেলিকপ্টার আকাশে উড়তে উড়তে ঘন কুয়াশার মধ্যে ধীরে ধীরে ঢুকে যাচ্ছে। অনেকেই মনে করছেন এটাই দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারের শেষ মুহূর্তের ছবি। এর পরেই দুর্ঘটনার কবলে পড়ে ওই হেলিকপ্টার এবং তার ভেতরেই ছিলেন বিপিন রাওয়াত সহ সকলে। যদিও আদতে এই হেলিকপ্টার সেই হেলিকপ্টার কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ গতকালের পর থেকে এখনো পর্যন্ত একাধিক ভিডিও এবং ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে যেখানে প্রত্যেক থেকে দাবি করা হচ্ছে এটাই দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারের শেষ ছবি। তাই আপাতত সন্দেহ রয়েই যায়।
তবে গতকাল ঘটনার বিবরণ দিতে গিয়ে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছিল, হঠাৎ একটি বিকট আওয়াজ পেয়ে ঘটনাস্থলের দিকে ছুটে যান তিনি এবং দেখতে পান হেলিকপ্টার সজোরে গাছে ধাক্কা মেরেছে এবং দাউদাউ করে আগুন ধরে গেছে তাতে। তারপর সেটি আরও একটি গাছে ধাক্কা মারার পর সজোরে নিচে পড়ে যায়। এরপর অর্ধদগ্ধ অবস্থায় তিন-চারজন হেলিকপ্টারের ভেতর থেকে বাইরে আসার চেষ্টা করেন।