কলকাতা: প্রয়াত হলেন নকশাল আন্দোলনের অন্যতম নেতা সন্তোষ রানা৷ আজ সকালে তাঁর মৃত্যু হয়৷ ৭৫ বছর বয়সী সন্তোষ ছিলেন ক্যান্সারে আক্রান্ত৷ আজ ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে মরণোত্তর দেহদান করা হবে বলে পরিবার সূত্রে খবর৷
১৯৪৪ সালে মেদিনীপুর জেলার গোপীবল্লভপুরে জন্ম হয় তাঁর৷ প্রেসিডেন্সি কলেজের কৃতী ছাত্র ছিলেন তিনি৷ নকশালবাড়ি আন্দোলনের অন্যতম নেতা ছিলেন তিনি৷ ১৯৭৭ সালে জেলে বন্দি হন এই নকশাল নেতা৷ জেল বন্দি অবস্থায় তিনি সিপিআইএমএলের হয়ে গোপীবল্লভপুর থেকে বিধায়ক হিসাবে নির্বাচিত হন৷ তাঁর আত্মজীবনীমূলক রচনা ‘রাজনীতির এক জীবন’ আনন্দ পুরস্কারেও সম্মানিত হয়৷