তৃণমূলী প্রশান্তকে রুখতে নয়া পদক্ষেপ নিজেপির

কলকাতা: লক্ষ্য ২০২১৷ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রণকৌশল স্থির করছে তৃণমূল-বিজেপি৷ বাংলা ভোটকে মাথায় রেখে তৈরি হচ্ছে রাজ্যের প্রধান দুই যুযুধান রাজনৈতিক শক্তি৷ ভিন রাজ্য থেকে ‘ভোটগুরু’ প্রশান্ত কিশোরের সঙ্গে চুক্তি করে ইতিমধ্যেই মাঠে নামেছে জোড়াফুল শিবির৷ একদা গেরুয়া শিবির ঘনিষ্ঠ প্রশান্তকে রুখতে নয়া পথে হাঁটছে বঙ্গ বিজেপি শিবির৷ বাংলায় বিজেপির ‘মুখ’ দিলীপ ঘোষকে

তৃণমূলী প্রশান্তকে রুখতে নয়া পদক্ষেপ নিজেপির

কলকাতা: লক্ষ্য ২০২১৷ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রণকৌশল স্থির করছে তৃণমূল-বিজেপি৷ বাংলা  ভোটকে মাথায় রেখে তৈরি হচ্ছে রাজ্যের প্রধান দুই যুযুধান রাজনৈতিক শক্তি৷ ভিন রাজ্য থেকে ‘ভোটগুরু’ প্রশান্ত কিশোরের সঙ্গে চুক্তি করে ইতিমধ্যেই মাঠে নামেছে জোড়াফুল শিবির৷ একদা গেরুয়া শিবির ঘনিষ্ঠ প্রশান্তকে রুখতে নয়া পথে হাঁটছে বঙ্গ বিজেপি শিবির৷

বাংলায় বিজেপির ‘মুখ’ দিলীপ ঘোষকে রাজনৈতিক দিশা দিতে পদ্মবাহিনীর মূল ভরসা রাজ্য সভাপতির বিশেষ পরামর্শদাতা কমিটি! নয়া কমিটির সদস্য বিজেপির প্রবীণ নেতা থেকে শুরু করে প্রাক্তন আইএএস ও আইপিএস থেকে রাজনৈতিক বিশ্লেষক এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে যুক্ত কয়েকজন সাধারণ মানুষকে৷

সাংসদ হিসেবে দায়িত্ব গ্রহণের আগে সপ্তাহে একদিন তাঁর পরামর্শদাতা কমিটির সঙ্গে নিয়মিত বৈঠক করবেন দিলীপ ঘোষ৷ ২০১৫ সালে রাজনীতির ময়দানে পা দেওয়া গোপীবল্লভপুরের গ্রাম থেকে উঠে আসা দিলীপ ঘোষ  বিধানসভা থেকে লোকসভায় উত্তরণ ও বাচনভঙ্গি-আচার ব্যবহারে পুরোদস্তুর পেশাদার রাজনৈতিক ব্যক্তি হয়ে ওঠার মূলে রয়েছে এই পরামর্শদাতা কমিটি৷

সূত্রের দাবি, আগামী বিধানসভায় দিলীপ ঘোষকে সামনে রেখেই ভোটযুদ্ধে নামবে বিজেপি৷ প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতা থেকে সাধারণ মানুষের প্রত্যেকের থেকে পরামর্শ নেওয়ার উদার মানসিকতা সেই যুদ্ধে দিলীপকে বাড়তি অক্সিজেন জোগাবেই অনেকে মনে করছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *