সৌরভের কথা শুনে CAB’কে নতুন জমি দিল রাজ্য, ডুমুরজলার বদলে স্টেডিয়াম হবে রাজারহাটে

সৌরভের কথা শুনে CAB’কে নতুন জমি দিল রাজ্য, ডুমুরজলার বদলে স্টেডিয়াম হবে রাজারহাটে

cdb04eef0f6b38f7d390ba1a4d64e5ec

কলকাতা: আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম তৈরির জন্য বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে জমি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। অনেক ঘোরাঘুরির পর ক্রিকেট অ্যাসোসিয়েসন অফ বেঙ্গলকে স্টেডিয়াম তৈরির জন্য অবশেষে রাজারহাটে জমি দেওয়া হল৷ স্টেডিয়াম তৈরির জন্যে ৩০ কোটি টাকা মূল্যের ১৪ একর জমি চিহ্নিত করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। খুব শীঘ্রই রাজ্যের তরফে সৌরভের হাতে এই জমি তুলে দেওয়া হবে বলে ঠিক হয়েছে।

আরও পড়ুন- হাইকোর্টের দ্বারস্থ হাঁসখালির নির্যাতিতার পরিবার! পুলিশের বিরুদ্ধে তদন্তের দাবি

উল্লেখ্য, এর আগে হাওড়ার ডুমুরজলায় জমি দেওয়া হয়েছিল৷ সেই অনুযায়ী কাজও শুরু হয়ে গিয়েছিল। মাঠের ভিতরে ফলকও দিয়েছিল হিডকো৷ কিন্তু পরবর্তী সময়ে সৌরভ এলাকা পরিদর্শন করতে গিয়ে বলেন ওই জমিতে স্টেডিয়াম তৈরি সম্ভব নয়। সেখানকার মাটি স্টেডিয়ামের উপযুক্ত নয়৷ কারণ গোটা জায়গাটিই ছিল জলা জমি অঞ্চল। সেখানেই পরে মাঠ হয়েছে। স্থানীয়রা সেখানে খেলাধুলো করেন। পাশে এখনও বিশাল এলাকাজুড়ে জলা জমি পড়ে রয়েছে। সেখানে হিডকোর উনয়নের কাজও চলছে। তবে এমন জলা জমিতে স্টেডিয়ামের ভিত ভালো হবে না বলেই মনে করেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়৷ এই বিষয়টি তিনি মমতা বন্দ্যোপধ্যায়কেও জানান। এর পর থেকেই রাজ্য সরকার জমি খুঁজতে শুরু করে৷ অবশেষে সেই জমির খোঁজ মিলেছে এবং সিএবি’কে রাজারহাটে স্টেডিয়াম তৈরির জন্য জমি দেওয়া হয়েছে বলে খবর৷