বিবাহবিচ্ছেদ চাইছেন অলিম্পিকে পদকজয়ী বক্সার লভলিনা

বিবাহবিচ্ছেদ চাইছেন অলিম্পিকে পদকজয়ী বক্সার লভলিনা

গুয়াহাটি: বক্সিং রিংয়ে প্রতিপক্ষকে হেলায় মাত করেছেন। শেষ অলিম্পিকে ব্রোঞ্জ জিতে রাতারাতি লাইমলাইটে চলে এসেছেন অসমের বক্সার লভলিনা বরগোঁহাই। কিন্তু এই মুহূর্তে তিনি ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছেন। কারণ জানা গিয়েছে, তিনি বিবাহবিচ্ছেদ চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করার চার বছরের মধ্যেই সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান তিনি। কিন্তু ঠিক কী কারণে এই বিচ্ছেদ চাইছেন তিনি, তা স্পষ্ট হয়নি।

আরও পড়ুন- মোট সম্প্রচার স্বত্ব বিক্রি প্রায় ৪৫ হাজার কোটি টাকায়! রেকর্ডে আইপিএল

মাত্র ২০ বছর বয়সেই দীর্ঘদিনের বন্ধু নবনীত গোস্বামীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন লভলিনা। কিন্তু চার বছরেই সেই সম্পর্কে ধরেছে চিড় আর এখন ডিভোর্সের জন্য আদালতে গিয়েছেন তিনি। নিজের খেলার জীবনে এখন তিনি সেরা জায়গায় আছেন তা বলাই যায়। টোকিও অলিম্পিকের সাফল্য তাঁকে তারকা বানিয়ে দিয়েছে। এখন তিনি প্রস্তুতি নিচ্ছেন কমনওয়েলথ গেমসের জন্য। যদিও মাঝে বিশ্ব চ্যাম্পিয়নশিপে নেমেছিলেন লভলিনা। কিন্তু সেখানে সাফল্য পাননি। তাঁর কথায়, লাগাতার সংবর্ধনা, পুরস্কার, সম্মানদান অনুষ্ঠানগুলিই তাঁর মনসংযোগে ব্যাঘাত ঘটাচ্ছে। সব কিছু বাদ রেখে এখন তিনি শুধুই খেলায় মনোযোগ দিতে চান। কিন্তু ব্যক্তিগত জীবনে যে ঝড় শুরু হয়েছে লভলিনার তা থামার অপেক্ষায় তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × three =