‘মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ হয় না’, উত্তাল বিধানসভা

কলকাতা: বাংলার বেশ কিছু মাদ্রাসার আড়ালে জঙ্গি কার্যকলাপ চলে বলে কেন্দ্রের বিবৃতির প্রসঙ্গ তুলে বিধানসভায় একযোগে বিরোধিতায় নামল তৃণমূল-কংগ্রেস-বামফ্রন্ট৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের মাদ্রাসা বিবৃতির জেরে তীব্র বিরোধিতায় উত্তাল হয়ে ওঠে রাজ্য বিধানসভা৷ সাফ জানিয়ে দেওয়া হয়, বাংলার মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ হয় না৷ কেন্দ্র সরকার বিভেদের রাজনীতি করার চেষ্টা করছে৷ কেন্দ্রের মাদ্রাসা বিকর্তে বিরোধিতা করেব বিরোধী দলনেতা

ebc40690e8642c0540deda24def26c39

‘মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ হয় না’, উত্তাল বিধানসভা

কলকাতা: বাংলার বেশ কিছু মাদ্রাসার আড়ালে জঙ্গি কার্যকলাপ চলে বলে কেন্দ্রের বিবৃতির প্রসঙ্গ তুলে বিধানসভায় একযোগে বিরোধিতায় নামল তৃণমূল-কংগ্রেস-বামফ্রন্ট৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের মাদ্রাসা বিবৃতির জেরে তীব্র বিরোধিতায় উত্তাল হয়ে ওঠে রাজ্য বিধানসভা৷ সাফ জানিয়ে দেওয়া হয়, বাংলার মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ হয় না৷ কেন্দ্র সরকার বিভেদের রাজনীতি করার চেষ্টা করছে৷

কেন্দ্রের মাদ্রাসা বিকর্তে বিরোধিতা করেব বিরোধী দলনেতা আব্দুল মান্নানের মন্তব্য, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এইধরনের মন্তব্য করা হচ্ছে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার৷ আর এই কারণে মন্ত্রীর বিরুদ্ধে কালো পতাকা দেখানো উচিত৷ বিরোধিতায় অংশন নেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী৷ জানান, এই ধরনের অভিযোগ তোলার উদ্দেশ্য হল বিভাজনের রাজনীতিকে উস্কে দেওয়া৷ বুদ্ধবাবু একটিমাত্র মাদ্রাসা সম্পর্কে এই ধরনের মন্তব্য করেছিলেন৷ কখনোই সব মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণের কথা বলেননি বিধানসভায়৷

রাজ্য সরকারের তরফে তীব্র নিন্দা করেন পার্থ চট্টোপাধ্যায়৷ জানান, আডবাণী স্বীকার করেছিলেন মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ হয় না৷ সিদ্দিকুল্লার চৌধুরীর মন্তব্য, আসলে অশান্তি সৃষ্টির উদ্দেশ্যেই এই ধরনের মন্তব্য৷ এনিয়ে প্রস্তাব এলে আলোচনা হবে৷ কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়েও দেওয়া হবে বলেও জানান বিধানসভার অধ্যক্ষ৷

মাদ্রাসার আড়ালে পড়ুয়াদের মগজধোলাই করেছে বাংলাদেশি জঙ্গিরা৷ মুর্শিদাবাদ ও বর্ধমানের একাধিক মাদ্রাসায় জামাত উল মুজাহিদিন জঙ্গিরা নিয়নন্ত্র আনার চেষ্টা করছে৷ এই নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে রিপোর্ট দেওয়া হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি৷ মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন অমিত শাহরের মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জিকে রেড্ডি৷

সংসদে দাড়িয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিয়ে জানান, ভারত বাংলাদেশ সীমান্তে জঙ্গিশিবির চালানো হচ্ছে৷  জেএমবি জঙ্গিরা পশ্চিমবঙ্গে ঘাঁটি গেড়েছে৷ জঙ্গি সংগঠনের শক্তি বাড়াতে লোকও নিয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ মন্ত্রীর৷  মুর্শিদাবাদ-বর্ধমানের একাধিক মাদ্রাসার আড়ালে জঙ্গিরা কার্যকলাপ হচ্ছে বলেও অভিযোগ৷ স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে সংসদে দাঁড়িয়ে রাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বাংলাদেশ ও ভারতে গণতান্ত্রিক সরকার ফেলে সেখানে শরিয়া প্রতিষ্ঠার লক্ষ্যে লড়াই চালিয়ে যাচ্ছে জেএমবি জঙ্গিরা৷ আর সেই কারণে পশ্চিমবঙ্গের মাটি ব্যবহার করা হচ্ছে৷ এই মর্মে রাজ্য সরকারকে সতর্ক করা হলেও কোনও জবাব পাওয়া যায়নি বলে অভিযোগ মন্ত্রীর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *