দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজে খেলবেন কোহলি, জল্পনা উড়িয়ে বিরাট ঘোষণা

দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজে খেলবেন কোহলি, জল্পনা উড়িয়ে বিরাট ঘোষণা

25c53489b99db4abf61b095725b97ecd

নয়াদিল্লি:  আকস্মিক ভাবেই একদিনের অধিনায়কত্ব থেকে সরানো হয়েছে বিরাট কোহলিকে৷ এর পর থেকেই শুরু হয় কানাঘুষো৷ চাউর হয়ে যায়, দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজ খেলবেন না তিনি৷ অনেকে আবার নতুন ক্যাপ্টেন রোহিত শর্মার সঙ্গে বিরাট কোহলির সম্পর্ক নিয়েও চর্চা শুরু করেন৷ বলা হয়, রোহিত যেমন চোটের কারণে বিরাটের নেতৃ্ত্বে টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়িয়েছিলেন, তেমনই রোহিতের নেতৃত্বে একদিনের সিরিজ খেলবেন না কোহলি৷ বুধবার যাবতীয় জল্পনায় জল ঢেলে সাংবাদিক বৈঠকে বিরাট জানিয়ে দিলেন, তিনি বিশ্রামের জন্য কোনও আবেদন করেননি৷ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে তিনি খেলবেন৷ 

আরও পড়ুন- খোয়া গিয়েছিল দুবাই থেকে, মারাদোনার সেই দুষ্প্রাপ্য ঘড়ি উদ্ধার অসমে

সাংবাদিক বৈঠকে কোহলি বলেন, ‘‘দক্ষিণ আফ্রিকায় একদিনের সিরিজ খেলার জন্য আমি তৈরি।’’ তিনি আরও বলেন,  ‘‘শোনা যাচ্ছিল আমার নাকি অন্য কোথাও যাওয়ার কথা, সে কথা একেবারেই ভুল। যাঁরা এই ধরনের কথা লিখেছেন, তাঁরা কোনও ভাবেই বিশ্বাসযোগ্য নন৷’’ বোমা ফাটিয়ে বিরাট এও বলেন, ‘‘টেস্ট দল নির্বাচনের দেড় ঘণ্টা আগে আমাকে ফোন করেছিলেন প্রধান নির্বাচক। তিনি বলেন, একদিনের ক্রিকেটে আমাকে অধিনায়ক রাখা হচ্ছে না। আমি বলি ঠিক আছে৷’’ 

বিরাটকে অধিনায়কের পদ থেকে সরানোর পর থেকেই তাঁর ছুটি নেওয়ার খবরে তোলপাড় হয় ক্রিকেট দুনিয়া। এমনকী জল্পনা উস্কে এই বিষয়ে টুইট করেন মহম্মদ আজহারউদ্দিনও। ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক এবং হায়দরাবাদ ক্রিকেট বোর্ডের কর্তা টুইটে লেখেন, ‘‘কোহলি জানিয়ে দিয়েছেন তিনি একদিনের সিরিজ খেলবে না৷  রোহিত জানিয়েছেন তিনি টেস্ট সিরিজে খেলবেন না। ছুটি কেউ নিতেই পারে, কিন্তু তা সময় বুঝে নেওয়া উচিত।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *