এটিকে-মোহনবাগানে এবার খেলবেন পোগবা! বিরাট চমক

এটিকে-মোহনবাগানে এবার খেলবেন পোগবা! বিরাট চমক

কলকাতা: ভারতের অন্যতম বড় টুর্নামেন্ট আইএসএল-এর দলবদলের বাজারে বিরাট বড় চমক দিতে চলেছে এটিকে-মোহনবাগান। তাদের তরফ থেকে সরকারিভাবে এখনও কিছু জানান না হলেও এটাই জানা গিয়েছে যে সবুজ-মেরুন শিবিরে আসতে চলেছেন পোগবা! না, আপনি যে পোগবার কথা ভাবছেন সেই বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের বা ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা পল পোগবা নন। ভারতের দলে খেলতে আসছেন তাঁর বড় ভাই ফ্লোরেন্টিন পোগবা। সূত্রের খবর, এক বছরের চুক্তিতে আসছেন তিনি।

আরও পড়ুন: মিতালির পর ক্রিকেটকে ‘আলবিদা’ জাতীয় দলে খেলা বাংলার অলরাউন্ডার রুমেলির

ফ্লোরেন্টিনের বর্তমান ক্লাব শোসাক্স মবেলিয়ার্ড টুইট করে এই খবর জানিয়েছে। তাঁর দাদা পল সম্প্রতি ম্যানচেস্টার ইউনাইটেড থেকে জুভেন্টাসে ফিরে গিয়েছেন। দলবদলের বাজারে ভারতে আসার সিদ্ধান্ত নিয়েছেন ফ্লোরেন্টিন। বড় চমক যে সবুজ-মেরুন শিবির দিত তা আন্দাজ করা গিয়েছিল। কিন্তু সেই চমকের নাম যে ‘পোগবা’ হবে তা হয়তো খোদ ক্লাবের সমর্থকরাও ভাবতে পারেনি। যদিও এই পোগবা অন্য পোগবার মতো অতটা পরিচিত নন। তবে রক্ত তো একই! এটা ভেবেই আপাতত উল্লাসে মাতোয়ারা হতে পারবে এটিকে-মোহনবাগান ভক্তরা। এখন দেখার ভারতের মাটিতে এসে সবুজ-মেরুন জার্সিতে কী কামাল দেখাতে পারেন তিনি।

ফ্রান্সের অনূর্ধ্ব ২০ দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে ফ্লোরেন্টিনের। কিন্তু তিনি মূলত খেলেন আফ্রিকার দেশ গিনির হয়ে। ইউরোপীয় ফুটবলেও চুটিয়ে খেলেছেন ৩২ বছরের এই ফুটবলার। স্পেনের এক ক্লাব থেকে নিজের ফুটবল কেরিয়ার শুরু করেছিলেন তিনি। পরে ৬ বছর খেলেছেন ফ্রান্সের এক ক্লাবের হয়ে। ফ্রান্সের দ্বিতীয় ডিভিশনের হয়ে মোট ৬২ টি ম্যাচ খেলেছেন এই সেন্ট্রাল ডিফেন্ডার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 4 =