নিজের রেকর্ড ভেঙে নজির নীরজের, ডায়মন্ড লিগে প্রথম পদক জিতলেন সোনার ছেলে

নিজের রেকর্ড ভেঙে নজির নীরজের, ডায়মন্ড লিগে প্রথম পদক জিতলেন সোনার ছেলে

নয়াদিল্লি: ফের ট্র্যাকে চমকে উঠলেন ‘সোনার ছেলে’৷ নিজের রেকর্ড ভেঙে জীবনের সেরা পারফরম্যান্স দিলেন অলিম্পিক্সে সোনা জয়ী নীরজ চোপড়া৷ ডায়মন্ড লিগে ৮৯.৯৪ মিটার জ্যাভলিন ছুঁড়লেন এই জ্যাভলার৷ গড়লেন নতুন রেকর্ড৷ ডায়মণ্ড লিগে রেকর্ড ভাঙলেন ঠিকই কিন্তু সোনা এল না ঝুলিতে৷ রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল তাঁকে৷ তবে এই সম্মানও কম গৌরবের নয়৷ 

আরও পড়ুন- অফ ফর্মই কি কাল? ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন মর্গ্যান

নীরজ এর আগেই জানিয়েছিলেন, এবার তাঁর লক্ষ্যল ৯০ মিটার। সেই লক্ষের খুব কাছে পৌঁছে গিয়েও অল্পের জন্য তা পূরণ হল না৷ তবে জাতীয় রেকর্ড গড়েছেন তিনি। বৃহস্পতিবার রাতে ডায়মন্ড লিগে প্রথমবারেই ৮৯.৯৪ মিটার জ্যা্ভলিন ছোঁড়েন নীরজ চোপড়া। এর আগে পাভো নুর্মিতে তাঁর রেকর্ড ছিল ৮৯.৩০ মিটার৷ এদিন সেই রেকর্ড ভেঙে দেন তিনি৷ 

 ডায়মন্ড লিগে দেশকে সোনা এনে দিতে না পারলেও রুপো জিতেছেন টোকিও অলিম্পিকে সোনাজয়ী এই অ‌্যাথলিট। ৯০.৩১ মিটার জ্যাভলিন ছুঁড়ে সোনা জিতেছেন অ‌্যান্ডারসন পিটার্স। ব্রোঞ্জ পদক জিতেছেন জুলিয়ান ওয়েবার। তিনি ৮৯.০৮ মিটার জ‌্যাভলিন ছুঁড়েছেন। এই নিয়ে গত কয়েক সপ্তাহে আন্তর্জাতিক স্তরে তৃতীয় পদক জিতলেন নীরজ। সম্প্রতি কোয়ার্তন গেমসে ৮৬.৬০ মিটার জ‌্যাভলিন ছুঁড়ে সোনা জিতেছিলেন তিনি। নুর্মিতে পেয়েছিলেন  রুপো।

তবে ডায়মন্ড লিগে পদকজয় সহজ ছিল না। এর আগে সাতবার ডায়মন্ড লিগে নেমেছিলেন এই ভারতীয় জ্যাভলার৷ কিন্তু পদক জিততে পারেননি। তাই এবার ডায়মন্ড লিগ ছিল তাঁর পাখির চোখ৷ সোনা জিততে না পারলেও রৌপ পদক অন্তত ঘরে এসেছে। তবে নিজের রেকর্ড ভেঙেই থামতে রাজি নন নীরজ৷ তাঁর লক্ষ্য ৯০ মিটার৷ সেই লক্ষ্য এখনও পূরণ হয়নি তাঁর। তাছাড়া সামনে যে সকল গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা রয়েছে, সেদিকেও নজর রয়েছে এই তরুণ অ্যাথলিটের।