নয়াদিল্লি: কনকনে ঠাণ্ডায় কাঁপছে গোটা উত্তর ভারত৷ শৈত্যপ্রবাহের জেরে লাফিয়ে লাফিয়ে নামছে পারদ৷ রাজধানী দিল্লিতে পারদ নেমে গিয়েছে ৩.২ ডিগ্রি সেলসিয়াসে৷ হাড় কাঁপুনি ধরেছে কাশ্মীর, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থানে৷ উত্তরপ্রদেশের একাংশেও গত কয়েকদিনে তাপমাত্রা নেমেছে হুড়মুড়িয়ে৷
আরও পড়ুন- ওমিক্রন-ডেল্টা’র মেলবন্ধনে কি তৈরি হবে করোনার সুপার স্ট্রেন? যা বলছেন বিশেষজ্ঞ..
উত্তর ভারতে শৈত্যপ্রবাহ নিয়ে আবহওয়া বিজ্ঞানী আর কে জেনামণি বলেন, ‘‘বর্তমানে উত্তর ও উত্তর পশ্তিম ভারতে শৈত্যপ্রবাহ চলছে৷ পশ্চিম থেকে ঠান্ডা হাওয়া হু হু করে ঢুকছে৷ যার জেরে রাজস্থানের চুরু, সীকরের মতো বেশ কিছু জায়গায় শূন্যের নীচে পারদ নেমে গিয়েছে৷ অমৃতসর এবং পঞ্জাবেও শূন্য ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে তাপমাত্রা।’’ তবে ২২ ডিসেম্বরের পর থেকে আবহাওয়ায় কিছুটা পরিবর্তন আসতে পারে বলে জানাচ্ছেন জেনামনি৷ তিনি বলেন, পশ্চিমী ঝঞ্ঝার জেরে বড়দিনের সময়ে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা হলেও হয়তো বাড়বে। শীতের প্রবল কামড় থেকে কিছুটা হলেও স্বস্তি পাবে রাজধানী৷
এদিকে গত কয়েক দিন টানা শৈত্যপ্রবাহের জেরে শ্রীনগরে রাতের তাপমাত্রা মাইনাস ৫ ডিগ্রিতে নেমে গিয়েছে৷ পহেলগামে পারদ নেমেছে মাইনাস ৭.৪ ডিগ্রিতে। লাদাখে মাইনাস ১৯ ডিগ্রি। হিমাচল প্রদেশের বিস্তীর্ণ অংশও ঢাকা পড়েছে সাদা বরফে৷
এদিকে সোমবার কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় আকাশ রৌদ্রোচ্ছল রয়েছে৷ হু হু করে ঢুকছে ঠাণ্ডা হাওয়া৷ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছবে ১১.২ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকেও ৪ ডিগ্রি কম। এ মরসুমে এই প্রথম তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রির ঘরে নামল৷ উত্তুরে হাওয়ার সঙ্গে উত্তর ভারতের এই কনকনে ঠান্ডা উত্তরপ্রদেশ, বিহার ও ঝাড়খণ্ড পেরিয়ে তা ঢুকছে বাংলায়। যার জেরে কলকাতা-সহ জেলাগুলিতেও জারি পারদপতন।