২০২১-এ আমরাই ক্ষমতায় ফিরছি: মমতা

কলকাতা: লোকসভার ধকল কাটিয়ে এবার মুখ্যমন্ত্রীর পাখির চোখ রাজ্য বিধানসভা৷ নিজেদের জমি পুনর্দখল করা৷ আর সেই কাজে এবার জেলার নেতা-কর্মীদের চাঙ্গা করতে বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলার নেতা কর্মীদের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন, ‘‘ফিরিয়ে আনতে হবে লড়াইয়ের মানসিকতা৷ কাউকে ভয় পাওয়ার কিছু নেই৷ জনসংযোগ বাড়ান৷ জনতার সুখে-দুঃখের

২০২১-এ আমরাই ক্ষমতায় ফিরছি: মমতা

কলকাতা: লোকসভার ধকল কাটিয়ে এবার মুখ্যমন্ত্রীর পাখির চোখ রাজ্য বিধানসভা৷ নিজেদের জমি পুনর্দখল করা৷ আর সেই কাজে এবার জেলার নেতা-কর্মীদের চাঙ্গা করতে বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷

ঝাড়গ্রাম ও বাঁকুড়া জেলার নেতা কর্মীদের তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দেন, ‘‘ফিরিয়ে আনতে হবে লড়াইয়ের মানসিকতা৷ কাউকে ভয় পাওয়ার কিছু নেই৷ জনসংযোগ বাড়ান৷ জনতার সুখে-দুঃখের সঙ্গী হন, চিন্তার কিছু নেই৷ ঘুরে দাঁড়াবই আমরা৷ ২০১১-এ ক্ষমতায় ফিরব আমরাই৷’’

লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে হারের কারণ নিয়েও উষ্মা প্রকাশ করেন মমতা৷ সূত্রের খবর, এদিন বৈঠকে তিনি সরাসরি বলেন, পুলিশ-প্রশাসনের ভরসা ছেড়ে মানুষের জন্য কাজ করতে হবে৷ আমাদের যা ভুল আছে, তা ঠিক করুন৷ আমাদের মধ্যে অনেকেরই জনসংযোগ বিচ্ছিন্ন হয়েছে৷ তার জবাব মানুষ দিয়েছে৷ আমাদের বাড়ি বাড়ি যেতে হবে৷ তাদের সঙ্গে কথা বলুন৷ চা-জল খান৷ সরকারি পরিষেবা পেতে কার কোথায় কোনও অসুবিধা হচ্ছে কি না তা জানুন৷ সরকারি আধিকারিকদের মুখাপেক্ষী হয়ে থাকলে হবে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =