কলকাতা: মাদ্রাসা বিতর্কে কেন্দ্রের বিবৃতি খারিজ করে নিজের অবস্থান স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর সাফ ঘোষণা, রাজ্যের মাদ্রাসাগুলিকে জঙ্গি ঘাঁটি বলে চিহ্নিত করা একেবারেই ঠিক নয়৷ জঙ্গি-অপরাধীদের কোনও জাত-ধর্ম-বর্ণ হয় না৷ চোর-ডাকাতের আবার ধর্ম কী?
গত মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিষণ রেড্ডি জানান, মাদ্রাসার আড়ালে পড়ুয়াদের মগজধোলাই করেছে বাংলাদেশি জঙ্গিরা৷ মুর্শিদাবাদ ও বর্ধমানের একাধিক মাদ্রাসায় জামাত উল মুজাহিদিন জঙ্গিরা নিয়নন্ত্র আনার চেষ্টা করছে৷ এই নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে রিপোর্ট দেওয়া হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি৷
কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্যের পাল্টা দেন মমতা৷ রাজ্যসভায় প্রশ্নটির নম্বর উল্লেখ করে তাতে রাজ্যে মাদ্রাসায় জঙ্গি কার্যকলাপ নিয়ে কী জানতে চাওয়া হয়েছিল, তা বিধানসভায় পড়ে শোনান মুখ্যমন্ত্রী৷ বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে তখনই জানিয়ে দেওয়া হয়, এরকম কোনও সম্ভাবনাই নেই৷ কিন্তু কেন্দ্র সেটা জানাল না৷ শুধু নিজেদের মতো উত্তর দেওয়া হল, এটা প্রায়শই হচ্ছে৷ রাজ্যের বক্তব্য বাদ দিয়ে নিজেদের ইচ্ছেমতো নির্দেশ দেওয়া হচ্ছে৷ বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যেই এটা করছে বলেও অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী৷