একাধিক ব্যবসায় বিনিয়োগ করে ‘হেলিকপ্টার শট’ ধোনির! জানেন কোথায় কোথায় বিনিয়োগ রয়েছে মাহির?

একাধিক ব্যবসায় বিনিয়োগ করে ‘হেলিকপ্টার শট’ ধোনির! জানেন কোথায় কোথায় বিনিয়োগ রয়েছে মাহির?

নয়াদিল্লি: ভারতের বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি অনেক দিন আগেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন৷ কিন্তু, তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়নি একচুলও৷ সদ্য সমাপ্ত আইপিএলেও তাঁকে ঘিরে উন্মাদনা ছিল তুঙ্গে৷  ২২ গজে তাঁর হেলিকপ্টার শট আজও ঝড় তোলে৷ তবে শুধু ক্রিকেট নয়, অনেকেই হয়তো জানেন না একাধিক ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন ‘মিস্টার কুল’৷ এক ঝলকে দেখে নিন  মাহির বিনিয়োগ-

আরও পড়ুন- মা হলেন শারাপোভা, অন্য জীবন শুরু করলেন টেনিস সুন্দরী

ড্রোন কোম্পানিতে বিনিয়োগ–  সম্প্রতি মহেন্দ্র সিং ধোনি  Garuda Aerospace নামে একটি ড্রোন কোম্পানিতে বিনিয়োগ করেছেন। পাশাপাশি তিনি এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডরও বটে৷  কিন্তু, প্রাক্তন অধিনায়ক এয়ারোস্পেস-এ ঠিক কত টাকা বিনিয়োগ করেছেন, তা অবশ্য জানা যায়নি। ২০১৫ সালে শুরু হয় এই সংস্থার পথচলা৷ গরুড় এয়ারোস্পেসের মূল লক্ষ্যই হল কম বাজেটে ড্রোন তৈরি করা৷ পাশাপাশি স্যানিটেশন, ম্যাপিং, সিকিউরিটির মতো বিভাগেও সার্ভিস প্রদান করে থাকে এই সংস্থা।

HomeLane-এ বিনিয়োগ – গরুড় এয়ারোস্পেসে বিনিয়োগের আগের বছর হোমলেন (HomeLane)-এ বিনিয়োগ করেছিলেন মাহি। এই সংস্থা মূলত, বাড়ির অন্দর সজ্জার উপকরণ তৈরি করে। ২০২১-এর অগস্ট মাসে হোমলেনে-র তরফে জানানো হয়, ধোনির সঙ্গে তারা তিন বছরের চুক্তি করেছে।
 

-এর বিজ্ঞাপনে ধোনি- ২০২০ সালের মার্চ মাসে খাতাবুক-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হন মহেন্দ্র সিং ধোনি। ওই বছর মার্চ মাসেই একটি বিবৃতি দিয়ে এই খবরটি জানায় খাতাবুক৷ এই স্টার্টআপ সংস্থা এমএসএমই সেক্টরে পরিষেবা দেয়।

গাড়ির কোম্পানিতে বিনিয়োগ – ধোনির বিনিয়োগ রয়েছে Cars24 (কার্স২৪)-এও৷  সেকেন্ড হ্যান্ড গাড়ির বাজারে আমূল পরিবর্তন নিয়ে এসেছে Cars24। আজ গাড়ির বাজারে একটি গুরুত্বপূর্ণ নাম Cars24। ২০১৯ সালে এ এই কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলেন ধোনি।

স্পোর্টস ভিত্তিক সংস্থায় বিনিয়োগ- ধোনি নিজে একজন খেলোয়াড়৷ তাই তিনি যে কোনও স্পোর্টস ভিত্তিক সংস্থায় বিনিয়োগ করবেন, সেটা খুবই স্বাভাবিক। ২০১৮ সালে রান অ্যাডামে নামক একটি কোম্পানিতে বিনিয়োগ করেন প্রাক্তন অধিনায়ক৷ জানা গিয়েছে, এই সংস্থায় ধোনির ২৫ শতাংশ শেয়ার রয়েছে। ধোনি এই সংস্থার একজন বিনিয়োগকারী তো বটেই, সেই সঙ্গে এই কোম্পানির একজন মেন্টরও। পাশাপাশি, তিনিই এই সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডর।

হোটেল এবং অর্গানিক ফার্মিং- ধোনির অন্যতম গুরুত্বপূর্ণ বিনিয়োগের মধ্যে রয়েছে হোটেল মাহি রেসিডেন্সি এবং অর্গানিক ফার্মিং। আপাতত রাঁচিতে একটিই হোটেল রয়েছে তাঁর৷ সেখানে একটি খামারও রয়েছে মাহির। সেখানে জৈব পদ্ধতিতে চাষ করা হয়। তাঁর একটি পোলট্রিও রয়েছে। হাঁস-মুরগি পালনের পাশপাশি কড়কনাথ মুরগিও পালন করা হয় তাঁর সেই ফার্মে।