একই শরীরে দুটি প্রাণ, কঠিন জীবন সংগ্রামের পর পেলেন সরকারি চাকরিও

একই শরীরে দুটি প্রাণ, কঠিন জীবন সংগ্রামের পর পেলেন সরকারি চাকরিও

f4f94b5975e6f8ece4cfda8a080f3766

নয়াদিল্লি:  তাঁরা শ্যামদেশীয় যমজ৷ একই শরীরে দু’জনের বাস৷ এমনটা অবশ্য নতুন নয়৷ কিন্তু এমন যমজ ভাই চলে ফিরে বেড়াচ্ছেন, সরকারি চাকরি পাচ্ছেন, তেমনটা সচরাচর দেখা যায় না৷ তবে এমনটাই ঘটেছে পঞ্জাবের অমৃতসরে৷ যমজ দুই ভাইয়ের নাম সোহনা এবং মোহনা৷ শারীরিক প্রতিবন্ধকতাকে হার মানিয়ে তাঁরা এখন সরকারি চাকুরে৷ তাঁদের এই লড়াই বহু মানুষকে উজ্জীবিত করবে৷ 

 

বছর ১৯-এর সোহনা ও মোহনা গত ২০ ডিসেম্বর পঞ্জাবের রাজ্য বিদ্যুৎ কর্পোরেশনে চাকরিতে যোগ দিয়েছেন৷ বেতন ২০ হাজার৷ শারীরিক প্রতিবন্ধকতা থাকলেও ছেলেবেলা থেকেই পড়াশোনায় তুখোর তাঁরা৷ স্কুলের পাঠ শেষ করে ইঞ্জিনিয়ারিং-এর ডিগ্রি লাভ করেন সোহনা ও মোহনা৷ সেখানেও ভাল ফল করেন৷ তাঁদের উপর নজর ছিল সংস্থার৷ পাশ করতেই তাঁদের  চাকরি দেয় রাজ্য বিদ্যুৎ দফতর৷ বিদ্যুৎ সংস্থার আধিকারিক রবীন্দ্র কুমার বলেন, ‘‘সোহনা এবং মোহনা সংস্থায় বৈদ্যুতিক যন্ত্রাংশের দেখাভাল করবেন। তাঁদের অভিজ্ঞতা ও মেধার ভিত্তিতেই এই কাজে নিযুক্ত করা হয়েছে।’’ 

অন্যদিকে, চাকরি পেয়ে বেজায় খুশি সোহনা ও মোহনা৷ পঞ্জাব সরকারকে ধন্যবাদ জানিয়েছেন দুই ভাই৷ তাঁদের কথায়, “চাকরি পেয়ে আমরা খুবই খুশি৷ আমাদের চাকরি দেওয়ার জন্য পঞ্জাব সরকারকে ধন্যবাদ জানাই।” 

২০০৩ সালে পঞ্জাবেই জন্ম যমজ দুই ভাইয়ের৷ একই শরীরে দুই ভাইয়ের বাস৷ তাঁদের শরীরের নীচের অংশ এক৷ কিন্তু মাথা, হাত, শিরদাঁড়া ও হৃৎপিণ্ড পৃথক৷ দুর্ভাগ্যজনক ভাবে জন্মের পরই দুই ভাইকে পরিত্যাগ করেন তাঁদের বাবা-মা। দিল্লি এমসের চিকিৎসকেরা অস্ত্রোপচার করে তাঁদের আলাদা করার চেষ্টা করেছিলেন৷ কিন্তু শারীরিক জটিলতার কারণে তা সম্ভব হয়নি৷ ফলে এভাবেই তাঁরা বেড়ে ওঠেন৷ অতঃপর সকলকে চমকে দিয়ে সরকারি চাকরিও পেয়ে গেলেন সোহনা ও মোহনা৷ তাঁরা সত্যিকারের লড়াকু৷ তাঁদের কুর্নিশ নেটিজেনদের৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *