মিস কলের ঠেলায় বিকল বিজেপির সদস্য হওয়ার যন্ত্র!

কলকাতা: সদস্য সংগ্রহ অভিযানের প্রথম দিনেই মিস কলের ঠেলায় বিকল হল বিজেপির সদস্য হওয়ার যন্ত্র! এক সঙ্গে বেশি মাত্রা লোক ঢুকে পড়ায় প্রযুক্তিগত সমস্যা দেখা দেয় সার্ভারে৷ তাতেই ঘটে বিপত্তি৷ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবসে দেশজুড়ে সদস্য সংগ্রহ অভিযানে নামে বিজেপি৷ পশ্চিমবঙ্গের ২৩টি জেলায় এই কর্মসূচি শুরু হয়েছে৷ কিন্তু, শুরুতেই বিপুল সংখ্যক মানুষ একই সময়ে ৮৯৮০৮০৮০৮০ নম্বরে

d50a127ed08020a8e43352a55c0ad882

মিস কলের ঠেলায় বিকল বিজেপির সদস্য হওয়ার যন্ত্র!

কলকাতা: সদস্য সংগ্রহ অভিযানের প্রথম দিনেই মিস কলের ঠেলায় বিকল হল বিজেপির সদস্য হওয়ার যন্ত্র! এক সঙ্গে বেশি মাত্রা লোক ঢুকে পড়ায় প্রযুক্তিগত সমস্যা দেখা দেয় সার্ভারে৷ তাতেই ঘটে বিপত্তি৷

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবসে দেশজুড়ে সদস্য সংগ্রহ অভিযানে নামে বিজেপি৷ পশ্চিমবঙ্গের ২৩টি জেলায় এই কর্মসূচি শুরু হয়েছে৷ কিন্তু, শুরুতেই বিপুল সংখ্যক মানুষ একই সময়ে ৮৯৮০৮০৮০৮০ নম্বরে মিস কল দিয়ে সদস্য হওয়ার প্রক্রিয়ায় ঢুকে পড়ায় সার্ভার বসে যায়৷ সার্ভার বসে যাওয়ায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে বিজেপি নেতাদের কাছে অভিযোগ আসতে শুরু করে৷ বঙ্গ বিজেপির তরফে বিষয়টি নিয়ে দিল্লির শীর্ষ কর্তাদের সঙ্গে কথা হয়৷  জানা গিয়েছে, গোটা দেশে প্রত্যেকটি রাজ্যের জন্য পৃথক পৃথক প্রযুক্তিগত ব্যবস্থা ছিল৷ বাংলার জন্য নির্দিষ্ট সার্ভারে একাধিক সমস্যা ধরা পড়ে৷ পরে, তা যুদ্ধকালীন তৎপরতায় মেরামত করা হয় সার্ভার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *