দলীয় বৈঠকে কেঁদে ফেললেন ‘অপরাধী’ দিলীপ ঘোষ

কলকাতা: তাঁকে দেখলে বোঝার যাবেই না, তিনিও কতটা আবেগপ্রবণ! রাজ্যে তৃণমূলের শক্ত জমিতে পদ্ম ফোটাতে তাঁর অবদান, নাছড় মনোভাবের ফসল কুড়িয়ে বিজেপি৷ লোকসভা নির্বাচনে দীর্ঘ লড়াই-আন্দোলন, তর্ক-বিতর্ক-হুমকি-হুঁশিয়ারি দেওয়ার পর এবার গুরুগম্ভীর দিলীপ ঘোষ ভেঙে পড়লেন কান্নায়৷ দলের স্ট্রাটেজি বৈঠকে ভাষণ দিতে গিয়ে কান্নায় ভারি হয়ে এল বিজেপি সভাপতির কণ্ঠ৷ বাংলায় রাজনৈতিক হিংসার প্রসঙ্গ তুলে দিলীপ

4b1611c0ec5a4e889dd290db74caaa27

দলীয় বৈঠকে কেঁদে ফেললেন ‘অপরাধী’ দিলীপ ঘোষ

কলকাতা: তাঁকে দেখলে বোঝার যাবেই না, তিনিও কতটা আবেগপ্রবণ! রাজ্যে তৃণমূলের শক্ত জমিতে পদ্ম ফোটাতে তাঁর অবদান, নাছড় মনোভাবের ফসল কুড়িয়ে বিজেপি৷ লোকসভা নির্বাচনে দীর্ঘ লড়াই-আন্দোলন, তর্ক-বিতর্ক-হুমকি-হুঁশিয়ারি দেওয়ার পর এবার গুরুগম্ভীর দিলীপ ঘোষ ভেঙে পড়লেন কান্নায়৷ দলের স্ট্রাটেজি বৈঠকে ভাষণ দিতে গিয়ে কান্নায় ভারি হয়ে এল বিজেপি সভাপতির কণ্ঠ৷

বাংলায় রাজনৈতিক হিংসার প্রসঙ্গ তুলে দিলীপ ঘোষ জানান, ‘‘আজ রাজনৈতিক অশান্তির জেরে গোটা বাংলায় ৭০ জন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে৷ প্রতিদিন সেই মৃত কর্মীদের দেহে মালা দিতে হচ্ছে৷ (কান্নায় গলা ভারি করে) পার্টি এগিয়েছে৷ সফল হয়েছে৷ কিন্তু যখন কোনও কর্মীর জীবনের বিনিময়ে সাফল্য আসে, তখন সেটা খুবই পীড়াদায়ক৷ নিজেকে যেন অপরাধী মনে হয়৷ আমাদের চলার পথে অনেক কাঁটা আছে৷ ফুল দিয়ে সাজানো না৷ এই পথে আমাদের লড়াই-আন্দোলন করে যেতে হচ্ছে৷’’

রবিবার দুপুরে আইসিসিআরে ছিল বিজেপির স্ট্রাটেজি বৈঠক৷ বিজেপির জেলা সভাপতি থেকে রাজ্যের সাংসদ-বিধায়কদের ডেকে বৈঠকে বসে বিজেপি নেতৃত্ব৷ সেখানেই মঞ্চে বলতে ওঠেন দিলীপ ঘোষ৷ ভাষণের শুরু থেকেই দিলীপের কণ্ঠ ছিল ভারাক্রান্ত৷ ভাষণ শুরুর মিনিট পাঁচেক পর তিনি আসেন রাজ্যে বিজেপি কর্মী খুনের প্রসঙ্গ তুলে কান্নায় ভেঙে পড়েন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *