লন্ডন: আন্তর্জাতিক ক্রিকেট থেকে কিছুদিন আগেই অবসর নিয়েছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অইন মর্গ্যান। তাঁর অবসর নেওয়াটা অনেক ক্ষেত্রেই প্রত্যাশিত ছিল বটে। কিন্তু বেন স্টোকস? হ্যাঁ, তিনি আচমকা অবসর ঘোষণা করেছে একদিনের ক্রিকেট থেকে। ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ শেষ হওয়ার পরে বেনের এই ঘোষণায় স্তম্ভিত অনেকেই।
আরও পড়ুন: মিতালির পর ক্রিকেটকে ‘আলবিদা’ জাতীয় দলে খেলা বাংলার অলরাউন্ডার রুমেলির
❤️🏴 pic.twitter.com/xTS5oNfN2j
— Ben Stokes (@benstokes38) July 18, 2022
সোমবার ইংল্যান্ডের টেস্ট ক্যাপ্টেন ঘোষণা করেন যে, শেষবার দেশের জার্সিতে ওয়ান ডে খেলতে নামবেন মঙ্গলবার। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেবেন স্টোকস। সোমবার সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করে এই সিদ্ধান্তের কথা নিজেই জানিয়েছেন তিনি। তবে ওয়ান ডে ছাড়লেও টেস্ট ও টি-২০ ক্রিকেটে যে তিনি পারফর্ম করতে তৈরি তা স্পষ্ট করে দিয়েছেন তারকা অল-রাউন্ডার। কিন্তু ১১ বছর ধরে ওডিআই ক্রিকেট মাতানো বেন আর এই ফরম্যাটে খলবেন না। উল্লেখ্য, এখনও পর্যন্ত ১০৪ টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে মাঠে নেমেছেন স্টোকস। তাঁর ব্যাটিং গড় ৩৯.৪৪, রান সংগ্রহ করেছেন ২ হাজার ৯১৯। বেনের সেঞ্চুরির সংখ্যা ৩টি, হাফ-সেঞ্চুরি করেছেন ২১টি। উইকেট নিয়েছে ৭৪ টি।
11 years and countless ODI memories ❤️
Thank you, @benstokes38 👏 pic.twitter.com/TroqvkZwsw
— England Cricket (@englandcricket) July 18, 2022