পুরসভা ভোট করাতে চূড়ান্ত পদক্ষেপ বিরোধীদের, কোন পথে রাজ্য?

কলকাতা: প্রশাসক বসানো ১৭টি পুরসভায় ভোট করানোর ব্যাপারে রাজ্য সরকারকে ফের চিঠি দিতে চায় রাজ্য নির্বাচন কমিশন৷ রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস সবুজ সংকেত দিলেই চিঠি পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর৷ আপাতত তিনি কিছুটা অপেক্ষা করতে চাইছেন৷ বিরোধী রাজনৈতিক দলগুলিও আইনি আশ্রয় নেওয়ার নিয়ে ভোট করাতে চাইছে৷ বিজেপি তো বটেই, এমনকি

পুরসভা ভোট করাতে চূড়ান্ত পদক্ষেপ বিরোধীদের, কোন পথে রাজ্য?

কলকাতা: প্রশাসক বসানো ১৭টি পুরসভায় ভোট করানোর ব্যাপারে রাজ্য সরকারকে ফের চিঠি দিতে চায় রাজ্য নির্বাচন কমিশন৷ রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস সবুজ সংকেত দিলেই চিঠি পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর৷ আপাতত তিনি কিছুটা অপেক্ষা করতে চাইছেন৷ বিরোধী রাজনৈতিক দলগুলিও আইনি আশ্রয় নেওয়ার নিয়ে ভোট করাতে চাইছে৷ বিজেপি তো বটেই, এমনকি বাম-কংগ্রেসও চাইছে আইনি পথে হেঁটে ভোট করাতে৷

লোকসভা নির্বাচনে ফল প্রকাশের পর পুর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম সাংবাদিকদের জানিয়েছেন, রাজ্যের পুরসভা ভোটগুলির নির্দিষ্ট সময়ের মধ্যেই সম্পন্ন হবে৷ এই ব্যাপারে গত বছর মে মাসে রাজ্য নির্বাচন কমিশন থেকে পুর দপ্তরে চিঠি পাঠানো হলেও জবাব মেলেনি বলে অভিযোগ৷ নির্বাচন কমিশন মুখে স্বীকার না করলেও সূত্রের খবর, তারা আগামী কয়েকদিনের মধ্যেই পুরো দপ্তরে আবারও এই ইস্যুতে চিঠি পাঠিয়ে জানতে চাইবে রাজ্যের মতামত৷

২০১৮ সালে অক্টোবর নভেম্বর মাসে ১৭ পুরসভার মেয়াদ শেষ হয়ে গিয়েছে৷ মেয়াদ উত্তীর্ণ পুরসভা গুলি হল, মেখলিগঞ্জ, হলদিবাড়ি, আলিপুরদুয়ার, ডালখোলা, বালুরঘাট, বহরমপুর, চাকদা, কৃষ্ণনগর, পানিহাটি, হাবরা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান, গুসকরা, দুবরাজপুর, হাওড়া, ডায়মন হারবার৷ মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই গত সেপ্টেম্বরে নির্বাচন কমিশনের ভোট করার পরিকল্পনা ছিল৷ সেই কারণে ওই বছর মে মাসেই পুর দপ্তরে চিঠি পাঠিয়েছিলেন পশ্চিমবঙ্গের তৎকালীন রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্র কুমার সিং৷ শেষ পর্যন্ত সরকারের তরফে কোনও জবাব না মেলায় নির্দিষ্ট সময়ে নির্বাচন করানো যায়নি৷ এরপর থেকেই বিষয়টি নিয়ে শাসক-বিরোধী তরজা তীব্র আকার ধারণ করে৷

গত সপ্তাহে রাজ্য বিধানসভায় পুরসভার প্রশাসনিক মেয়াদ বৃদ্ধি করতে একটি সংশোধনী বিল পাস হয়েছে৷ বর্তমান নিয়ম অনুযায়ী, মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর পুরসভা ও পুরনিগামগুলির প্রশাকের মেয়াদ ছ’মাস৷ সংশোধনী বিলে আপাতত রাজ্যপালের স্বাক্ষরের অপেক্ষা৷ রাজ্য সরকার চাইছে, সেই মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দিতে৷

২০২০ সালে রাজ্য আরও ৯২টি পুরসভার নির্বাচন হওয়ার কথা রয়েছে৷ ওই পুরসভাগুলির তালিকাতে রয়েছে কলকাতা৷ জানা যাচ্ছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর্ব শেষ হলেই জুন মাসের মধ্যেই ৯২টি পুরসভার ভোট সম্পন্ন করতে চাইছে রাজ্য নির্বাচন কমিশন৷ চলতি বছরে ১৭টি পুরসভার ভোট প্রক্রিয়া সম্পন্ন না হলেও আগামী বছরে ৯২টি পুরসভার সঙ্গে ১৭টি পুরসভার নির্বাচন সংযুক্তিকরণ করা হতে পারে৷ আর সেটা হলে একত্রে ১০৯টি পুরসভা সুষ্ঠুভাবে স্বাভাবিক নির্বাচন পরিচালনা করতে গিয়ে নাকাল হতে পারে কমিশন, এমনই আশঙ্কা রাজ্যের বিরোধী মহলে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *