কলকাতা: তিনি ছিলেন বাম নেতা৷ বাঘে গোরুতে এক ঘাটে জলও খায়িয়েছিলেন৷ পরে দলের বিরুদ্ধে বিদ্রোহে ঘোষণা করে নাম লিখিয়েছিলেন তৃণমূলের৷ তৃণমূলের টিকিটে জয়ী হয়েছিলেন আব্দুর রেজ্জাক মোল্লা৷ মাঠে-ঘাটে নেমে জনতার সঙ্গে যোগাযোগ রাখা রেজ্জাক সাহেব আজও জনপ্রিয়৷ কিন্তু, এহেন রেজ্জাক মোল্লার পরিবারের বিরুদ্ধে ধেয়ে এল কাটমানি বিতর্ক৷ কাটমানি নেওয়ার অভিযোগ উঠল রেজ্জাক পুত্র বর্তমানে জেলা পরিষদ সদস্য মোস্তাক আহমেদের বিরুদ্ধে৷
জমির হিয়ারিং ও হিমঘর বানিয়ে দেওয়ার জন্য প্রায় পাঁচ লাখ টাকা নেওয়ার অভিযোগ দুই অভিযোগকারী৷ কাজ না করে দেওয়ায় নিজেদের পাওনা টাকা ফেরতের জন্য এদিন কলকাতা লেদার কমপ্লেক্স থানা লিখিত অভিযোগ দায়ের করেন দুই অভিযোগকারী মনিরুল জামান মোল্লা ও লালবাবু মোল্লা৷
অভিযোগ, ভাঙড়ের বৈরামপুর এলাকায় একটি জমির হিয়ারিং করিয়ে দেওয়ার নামে নিজের এক আত্মীয় মনিরুল জামান মোল্লা ওরফে পান্নার কাছ থেকে দুলক্ষ টাকা নিয়েছিলেন মোস্তাক আহমেদ। সময় চলে গেলেও কাজ করে দিতে না পারায় নিজের টাকা ফেরত পাওয়ার আশায় পুলিশের দ্বারস্থ হয়েছেন পান্না। পাশাপাশি অভিযোগ, একটি হিমঘর করিয়ে দেওয়ার কথা বলে লালবাবু ওরফে আলতুর কাছ থেকে ৩ লক্ষ টাকা নেন মোস্তাক আহমেদ। মোস্তাক আহমেদ এর সঙ্গে যোগাযোগ করা হলে এব্যাপারে তিনি কোন মন্তব্য করতে চাননি। তবে পাওনা টাকা ফেরত দেওয়ার কথা বলেছেন মোস্তাক আহমেদ।