নয়াদিল্লি: দেশের কোভিড সংক্রমণের গ্রাফের হেরফের করিয়ে দিচ্ছে ওমিক্রন প্রজাতি। লাফিয়ে বাড়ছে সংক্রমণ। বিশ্বের একাধিক দেশের মত ভারতেও এই প্রজাতির সংক্রমণ হু হু করে বাড়ছে। শেষ পাওয়া তথ্য বলছে, দেশে এই মুহূর্তে শুধু ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫৭৮। এই প্রেক্ষিতে সব কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্যগুলিকে কড়া নির্দেশ দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। পরিস্থিতির মূল্যায়নের উপর ভিত্তি করে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নিতে বলা হয়েছে।
রাজ্যগুলিকে লেখা চিঠিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা জানিয়েছেন, ডেল্টা সংক্রমণের পাশাপাশি বিভিন্ন রাজ্য থেকে ওমিক্রন প্রজাতির বাড়বাড়ন্তের চিত্র ধরা পড়ছে। কোথায়, কতজন, কোন ভাইরাস প্রজাতিতে আক্রান্ত হচ্ছে তা খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে, উৎসবের মরশুমে যেখানে যেরকম প্রয়োজন, সেরকম বিধিনিষেধ আরোপের নির্দেশও দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। পাশাপাশি পরিস্থিতির যথাযথ মুল্যায়ন করে আগামী সময়ের জন্যও ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার। উল্লেখ্য, কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী, রাজধানীতে এই মুহূর্তে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১৪২ জন, তারপরেই রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্ত ১৪১ জন। তৃতীয় স্থানে রয়েছে কেরল যেখানে আক্রান্তের সংখ্যা তুলনায় অনেকটাই কম, ৫৭ জন। তারপর গুজরাট, রাজস্থান, তেলেঙ্গানার পর অনেকটাই পেছনে পশ্চিমবঙ্গ। তবে ওমিক্রন রোগীর সংখ্যা যেমন বেড়েছে, এই প্রজাতি থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ওমিক্রন থেকে সুস্থ হয়েছেন ১৫১ জন।
বিশেষজ্ঞদের একাংশের মতে, টিকাকরণই ওমিক্রন থেকে রক্ষা দিতে সক্ষম। সেই প্রেক্ষিতে তথ্য বলছে, ভারতে এখনও পর্যন্ত মোট টিকা দেওয়া হয়েছে ১৪১ কোটি ৭০ লক্ষ ২৫ হাজার ৬৫৪ ডোজ এবং গত ২৪ ঘণ্টায় দেওয়া হয়েছে ২৯ লক্ষ ৯৩ হাজার ২৮৩ ডোজ। এদিকে, ১৫ বছর থেকে ১৮ বছর বয়সীদের করোনা টিকা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছে। নয়া বছরের ৩ জানুয়ারি থেকে করোনা টিকা দেওয়া হবে। ১ তারিখ থেকেই নাম নথিভুক্ত করাতে পারবেন ১৫-১৮ বছর বয়সিরা।