২১ জুলাইয়ের প্রচারেও হুইপ জারি তৃণমূলের, কিন্তু কেন জানেন?

কলকাতা: ২১ জুলাইয়ের সমাবেশের প্রচারে নয়া নির্দেশ তৃণমূলের৷ দলীয় নেতৃত্বকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া আর কোনও নেতার ছবি ব্যবহার করা যাবে না৷ তৃণমূল যুব কংগ্রেসের নামে পোস্টার থেকে ব্যানার বা ফ্লেক্স ছাপা হলেও তাতে কারও নাম থাকছে না৷ এবার ইভিএম ফিরিয়ে ব্যালট ফেরানোর দাবিকে সামনে রেখে ধর্মতলা চলোর প্রচারে একমাত্র

২১ জুলাইয়ের প্রচারেও হুইপ জারি তৃণমূলের, কিন্তু কেন জানেন?

কলকাতা: ২১ জুলাইয়ের সমাবেশের প্রচারে নয়া নির্দেশ তৃণমূলের৷ দলীয় নেতৃত্বকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া আর কোনও নেতার ছবি ব্যবহার করা যাবে না৷ তৃণমূল যুব কংগ্রেসের নামে পোস্টার থেকে ব্যানার বা ফ্লেক্স ছাপা হলেও তাতে কারও নাম থাকছে না৷ এবার ইভিএম ফিরিয়ে ব্যালট ফেরানোর দাবিকে সামনে রেখে ধর্মতলা চলোর প্রচারে একমাত্র দলনেত্রীর ছবি ব্যবহার করা হচ্ছে৷ নামও থাকছে শুধুমাত্র দলনেত্রীর৷

দলের তরফে পোস্টারের নকশা তৈরি করে জেলায় জেলায় পাঠানো হয়েছে৷ অভিন্ন পোস্টার দলের শৃঙ্খলার অঙ্গ হিসাবেই তুলে ধরা হবে বলে তৃণমূল সূত্রে খবর৷ নকশা চূড়ান্ত করার আগে দলনেত্রীকে তা দেখিয়ে নেওয়া হয়৷ সেই অনুসারে এবার পোস্টারে মুখ্যমন্ত্রী ছাড়া কারও নাম রাখা হয়নি৷

দলের এই সিদ্ধান্ত রাজনৈতিক মহলের ব্যাখ্যা, এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াকু মেজাজকেই সামনে আনতে চাইছে তৃণমূল৷ সেই লক্ষ্যেই এবারের কেন্দ্রীয় শহিদ সমাবেশের একমাত্র মুখ দলনেত্রী স্বয়ং৷ তাঁর সঙ্গে অন্য কোনও নেতা বা নেত্রীর নাম বা ছবি ব্যবহার করা হবে না, দলের নির্দেশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 10 =