১০০০ ছাড়াল ওমিক্রন, দৈনিক সংক্রমণ পেরলো সাড়ে ১৬ হাজার, বাড়ছে উদ্বেগ

১০০০ ছাড়াল ওমিক্রন, দৈনিক সংক্রমণ পেরলো সাড়ে ১৬ হাজার, বাড়ছে উদ্বেগ

নয়াদিল্লি:  লাফিয়ে লাফিয়ে বাড়ল ওমিক্রন আক্রান্তের সংখ্যা৷ দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা হাজার পেরিয়ে গেল৷ অন্যদিকে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা ১৬ হাজার পার করল৷ গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১৬ হাজার ৭৬৪ জন৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লক্ষ ৩৮ হাজার ৮০৪। 

আরও পড়ুন- শ্রীনগরে গুলির লড়াই, এনকাউন্টারে খতম পুলিশের বাসে হামলায় যুক্ত ৩ জইশ জঙ্গি

শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দেশে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ১ হাজার ২৭০ জন। মৃত্যু হয়েছে ৩৭৪ জন ওমিক্রন আক্রান্তের৷ দেশের মধ্যে সবচেয়ে বেশি ওমিক্রন আক্রান্ত রয়েছে মহারাষ্ট্রে৷ পশ্চিমী রাজ্যে আক্রান্তের সংখ্যা ৪৫০ জন। এর পরই রয়েছে দিল্লি। রাজধানীতে ওমিক্রন আক্রান্ত ৩২০৷ এর পর যখাত্রমে রয়েছে কেরল (১০৯), গুজরাত (৯৭), রাজস্থান (৬৯), তেলঙ্গানা (৬২), তামিলনাড়ু (৪৬), কর্নাটক (৩৪), অন্ধ্রপ্রদেশ (১৬), হরিয়ানা (১৪), ওড়িশা (১৪) এবং পশ্চিমবঙ্গ (১১)। অন্যান্য কিছু রাজ্যেও ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে।

এদিকে দেশে লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে কোভিড আক্রান্তের সংখ্যা৷ তালিকার শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৬৮ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত মুম্বইয়ে (৩০০০)৷ অথচ ডিসেম্বরের মাঝামাঝি সময়েও মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ছিল ৫০০-র আশপাশে। প্রায় প্রতিটি রাজ্যে বেড়েছে পডেটিভিটি রেট৷ পশ্চিমবঙ্গেও লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ১২৮ জন। শুধুমাত্র কলকাতাতেই আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়ে গিয়েছে। স্বস্তির বিষয় হল, গত কয়েকদিনে আক্রান্তের সংখ্যা বাড়লেও দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা তেমন বাড়েনি। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ২২০ জনের। এর মধ্যে অধিকাংশ ঘটনাই কেরলের।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − nine =